Bengali GK Guide | বাংলা জিকে গাইড | পর্ব – ৭৯৪
⬕ 1. সবকনিষ্ঠা মহিলা হিসেবে এভারেস্ট জয়ী মালাভাত পূর্ণা কোন রাজ্যের ?
Ans : অন্ধ্রপ্রদেশ
⬕ 2. পৃথিবীর উচ্চতম ইমারতের মধ্যে একটি ক্রাইসলার বিল্ডিং কোথায় অবস্থিত ?
Ans : নিউইয়র্ক সিটি, আমেরিকা যুক্তরাষ্ট্র
⬕ 3. রামগঙ্গা নদীটির উৎস কোথায় ?
Ans : নৈনিতাল
⬕ 4. বেতোয়া – কোন নদীর উপনদী ?
Ans : যমুনা
⬕ 5. সিন্ধুর বৃহত্তম উপনদী কোনটি ?
Ans : চন্দ্রভাগা
⬕ 6. পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে ?
Ans : কৃষ্ণা
⬕ 7. অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপত্তনম শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : পিন্নার
⬕ 8. গুজরাটের গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : সবরমতি
⬕ 9. কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দর টি কোন উপকূলে অবস্থিত ?
Ans : মালাবার উপকূল
⬕ 10. পুদুচেরির কারিকালা বন্দরটি কোন উপকূলে অবস্থিত ?
Ans : করমণ্ডল