Monthly Current Affairs in Bengali | Month of April, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

 

Monthly Current Affairs in Bengali | Month of April, 2023 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |


Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    এপ্রিল মাস শেষ 1 থেকে 30 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে April Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 

প্রতি বছর 1 লা এপ্রিল ওড়িশা দিবস বা উৎকল দিবস পালিত
হয়

ভারত সরকার প্রতিবছর 1 – 7 ই এপ্রিল পর্যন্ত Prevention of Blindness সপ্তাহের
আয়োজন করে
, এছাড়া গত 2 রা এপ্রিল World
Autism Awareness দিবস পালিত হলো, এ বছরের
বিষয় –
‘Contribution of Autistic Individuals at Home, at Work, in the
Arts, and Policymaking’

প্রতি বছর 4 ই এপ্রিল International Day for
Mine Awareness দিবস পালিত হয়, এবছরের থিম – ‘Mine
Action Cannot Wait’

প্রতিবছর 5 ই এপ্রিল International Day of
Conscience পালিত হয়, এছাড়াও এই দিনটিতে National
Maritime Day পালিত হয়, এবছরের থিম – ‘Amrit
Kaal in Shipping’

প্রতিবছর 7 ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়,
এবছরের থিম – ‘Health For All’

প্রতি বছর 10 ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয়,
এবছরের থিম – ‘One Health, One Family’

প্রতিবছর 11 ই এপ্রিল National Safe Motherhood
Day পালিত হয়

প্রতিবছর 12 ই এপ্রিল International Day of
Human Space Flight দিবস পালিত হয়

প্রতি বছর 15 ই এপ্রিল World Art Day পালিত হয়

প্রতি বছর 16 ই এপ্রিল Save the Elephant Day পালিত হয়, এবছরের থিম – ‘Safeguarding
Elephant Habitats for a Sustainable Tomorrow’, এছাড়াও এই দিনটিতে World
Voice Day পালিত হয়

প্রতিবছর 17 ই এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়,
এবছরের থিম – ‘Access for All: Partnership, Policy,
Progress – Engaging Governments to 
Integrate Inherited Bleeding Disorders
into National Policy’

প্রতিবছর 18 ই এপ্রিল বিশ্ব হেরিটেজ দিবস পালিত হয়,
এবছরের থিম – ‘Heritage Changes’


 

 নিয়োগ সমূহ 

PTC India এর চেয়ারম্যান এবং ম্যানেজিং
ডিরেক্টর (
CMD) পদের দায়িত্ব নিলেন রাজীব কে মিশ্র

ভারতীয় বংশোদ্ভূত রোবোটিক্স ইঞ্জিনিয়ার Amit Kshatriya NASA –
নব-গঠিত
Moon to Mars Programme এর নেতৃত্ব দিতে চলেছে

ইউএস সেনেট রিচার্ড ভার্মা কে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট
ফর ম্যানেজমেন্ট এন্ড রিসোর্স পদে নিযুক্ত করলো

Sumil Vikamsey কে ম্যানেজিং ডিরেক্টর (MD)
পদে নিযুক্ত করলো Hitachi Payment Services

ভাইস-অ্যাডমিরাল সঞ্জয় জাসজিৎ সিং কে ভারতীয় নৌবাহিনীর নতুন
ভাইস-চিফ পদে নিযুক্ত করা হলো

Haifa Port কোম্পানির নতুন এক্সিকিউটিভ
চেয়ারম্যান পদে
Ron Malka কে নিযুক্ত করা হলো
 

নিরাজ নিগম কে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করলো
ভারতীয় রিজার্ভ ব্যাংক (
RBI)

Indus
Entrepreneurs (TiE) Rajasthan প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে Dr.
Sheenu Jhawar কে নিযুক্ত করলো

FICCI লেডিস অর্গানাইজেশন এর 40 তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন সুধা শিবকুমার 

Suzlon বোর্ড J P Chalasani কে চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত
করলো

ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন অফ ইন্ডিয়ার (NRAI) এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন কালিকেশ নারায়ণ সিং
দেও
 

Tsutsumu Otani কে নতুন প্রেসিডেন্ট, চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং ম্যানেজিং
ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলো
Honda Motor

সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া Kenichi Umeda কে ম্যানেজিং ডিরেক্টর পদে
নিযুক্ত করলো

ব্রিটিশ-হিন্দু Murugesvaran ‘Subby’ Subramaniam কে ইউকে এর
রয়াল এয়ার ফোর্সের ওয়ারেন্ট অফিসার পদে নিযুক্ত করা হলো
 

অটোমোটিভ টায়ার ম্যানুফ্যাকচারসএসোসিয়েশনের (ATMA)
চেয়ারম্যান পদে অংশুমান সিংহানিয়া কে নিযুক্ত করা হলো

Aleksander Ceferin কে UEFA এর প্রেসিডেন্ট হিসেবে পুন-নির্বাচিত করা হলো 2027 সাল
পর্যন্ত

সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও – 

20230430 141340

File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 1 mb
No. of Pages : 13


Also Download :


Leave a comment