13th April 2024 Current Affairs in Bengali Quiz | 13th এপ্রিল 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 13th April 2024 Current Affairs in Bengali Quiz | 13th এপ্রিল 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th April 2024 Current Affairs in Bengali Quiz | 13th এপ্রিল 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

13th April 2024 Current Affairs in Bengali Quiz | 13th এপ্রিল 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. প্রতি বছর “আন্তর্জাতিক মানব মহাকাশ ফ্লাইট দিবস” কোন দিন পালন করা হয়?

উত্তর:- 12 এপ্রিল

2. সম্প্রতি কোন রাজ্যের মিরাজ সেতার এবং তানপুরা GI Tag পেল?

উত্তর:- মহারাষ্ট্র

3. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘Booth Raabta’ নামক ওয়েবসাইট লঞ্চ করেছে?

উত্তর:- পাঞ্জাব

4. সম্প্রতি স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হলেন?

উত্তর:- Peter Pellegrini

5. সম্প্রতি কে “German Democracy Prize” পেতে চলেছেন?

উত্তর:- Yulia Navalnaya

6. T20 ক্রিকেটে 7,000 বা তার বেশি রান করা অষ্টম ভারতীয় খেলোয়াড় কে?

উত্তর:- সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)

7. কে মার্কিন-ভারত ট্যাক্স ফোরামের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- তরুণ বাজাজ (Tarun Bajaj)

8. এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে?

উত্তর:- কিরগিজস্তান (Kyrgyzstan)

9. সম্প্রতি কে পাকিস্তানি সংসদের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- ইউসুফ রাজা গিলানি

10. Special Protection Group (SPG) -এর ইন্সপেক্টর জেনারেল পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- লাভ কুমার।

আরও পড়ুন:-

একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here

একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here

একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here

1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here

বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here

ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here

ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here

ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here

2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here

400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here

250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।