19th March 2024 Current Affairs in Bengali Quiz | 19th মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 19th March 2024 Current Affairs in Bengali Quiz | 19th মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th March 2024 Current Affairs in Bengali Quiz | 19th মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

19th March 2024 Current Affairs in Bengali Quiz | 19th মার্চ 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. SBI তার লেনদেন ব্যাঙ্কিং প্ল্যাটফর্মের জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে?

উত্তর:- Orionpro

2. ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিটি গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- ডোমিনিকান প্রজাতন্ত্র (West Indies)

3. SIPRI রিপোর্ট অনুসারে, কোন দেশ 2019-2023 সালের মধ্যে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক?

উত্তর:- ভারত

4. সম্প্রতি কোথায় ভারতের প্রথম বাণিজ্যিক সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন সার্ভিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী মোদী?

উত্তর:- গুজরাট

5. সম্প্রতি কে আঞ্চলিক বিমান পরিষেবা Fly91 উদ্বোধন করেছেন?

উত্তর:- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)

6. সম্প্রতি, খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন (KIRTI) প্রোগ্রাম কোথায় উদ্বোধন করা হয়েছে?

উত্তর:- চণ্ডীগড়

7. সম্প্রতি, ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক্স এবং জলজ কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে?

উত্তর:- ভুবনেশ্বর

8. সম্প্রতি প্রকাশিত UNDP -এর প্রতিবেদন অনুসারে, বিশ্ব মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান কত?

উত্তর:- 134

9. সম্প্রতি কে মরিশাস ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি লাভ করলেন?

উত্তর:- দ্রৌপদী মুর্মু

10. সম্প্রতি কে Miss World Foundation’s Humanitarian Award দ্বারা সম্মানিত হলেন?

উত্তর:- নীতা আম্বানি।

আরও পড়ুন:-

একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here

একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here

একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here

1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here

বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here

ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here

ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here

ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here

ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here

2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here

400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here

পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here

250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।