WBPSC Food SI Questions Answer in Bengali | WBPSC ফুড SI প্রশ্নোত্তর
1. কোন উপাদানের কারণে মুত্র হলুদ বর্ণের হয়?
a) অ্যামোনিয়া
b) সালফার
c) লোহা
d) ইউরোক্রোম
উত্তর:- d) ইউরোক্রোম।
2. চোখের কোন অংশটি ক্যামেরার অ্যাপারচার (Aperture) এর মত কাজ করে?
a) আইরিশ
b) কর্নিয়া
c) পিউপিল
d) রেটিনা
উত্তর:- c) পিউপিল।
3. নিম্ন লিখিত কোনটি এককোষী জীবের উদাহরণ?
a) চিংড়ি
b) সাপ
c) কেঁচো
d) ব্যাকটেরিয়া
উত্তর:- d) ব্যাকটেরিয়া।
4. নিম্নোক্ত কোনটি কোনোপ্রকার গ্রন্থির উদাহরণ নয়?
a) লিভার
b) অগ্নাশয়
c) কিডনি
d) পিটুইটারি
উত্তর:- c) কিডনি।
5. সাধারণত কোনটির কারণে ব্লাড ক্যান্সার হয়ে থাকে?
a) রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়
b) রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়ার ফলে
c) রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়ার ফলে
d) রক্তে শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়ার ফলে
উত্তর:- d) রক্তে শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়ার ফলে।
6. মানবদেহে অ্যাপেন্ডিক্স কোন অংশের সাথে যুক্ত থাকে?
a) মলাশয়
b) কোলন
c) সিকাম
d) পিত্তাশয়
উত্তর:- b) কোলন।
7. মানবদেহের কোন গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থান করে?
a) অ্যাড্রিনাল গ্রন্থি
b) অগ্নাশয়
c) থাইরয়েড গ্রন্থি
d) পিটুইটারি গ্রন্থি
উত্তর:- d) পিটুইটারি গ্রন্থি।
8. নিম্নোক্ত কোন গ্রন্থিটি একটি মিশ্র গ্রন্থির উদাহরণ?
a) অগ্নাশয়
b) পিত্তাশয়
c) পিটুইটারি
d) থাইরয়েড
উত্তর:- a) অগ্নাশয়।
9. নীচের কোনটি কোনো প্রকার ব্যাকটেরিয়া ঘটিত রোগের উদাহরণ নয়?
a) লেপ্রসি
b) কালাজ্বর
c) টেনিয়াসিস
d) উপরের সবকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ
উত্তর:- c) টেনিয়াসিস।
10. গঙ্গা নদীর উত্তরদিকে অবস্থিত পশ্চিমবঙ্গের অংশটিকে কী বলে?
a) তরাই
b) রাঢ়
c) বরেন্দ্রভূমি
d) টাড়
উত্তর:- c) বরেন্দ্রভূমি।