27th December 2023 Current Affairs in Bengali Quiz | 27th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 27th December 2023 Current Affairs in Bengali Quiz | 27th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th December 2023 Current Affairs in Bengali Quiz | 27th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

27th December 2023 Current Affairs in Bengali Quiz | 27th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কে টেকনো স্মার্টফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন?

উত্তর:- দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)

2. বিশ্বব্যাংক সম্প্রতি ইউক্রেনকে কত বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে?

উত্তর:- 1.34 বিলিয়ন ডলার

3. সম্প্রতি কোন রাজ্যে আন্তঃ জেলা হেলিকপ্টার পরিষেবা উদ্বোধন করা হলো?

উত্তর:- উত্তরপ্রদেশ।

4. সম্প্রতি প্রয়াত বিচারপতি মাধব রেড্ডি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?

উত্তর:- মহারাষ্ট্র

5. সম্প্রতি “Mahanadi Coalfields Ltd” কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- উদয় এ. কাওলে

6. সম্প্রতি ICICI Bank -এর Executive Director পদে পুনরায় কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- সন্দীপ বাত্রা

7. সম্প্রতি বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত গাছের উপকারী ব্যাকটেরিয়াটির নামকরণ হয়েছে কোন বিখ্যাত ব্যক্তির নামে?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর। (ব্যাকটেরিয়াটির নাম -Pantoea Tagorei)

8. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা “Khelo India Youth Games 2024” -এর অফিসিয়াল ম্যাসকট কী?

উত্তর:- Veera Mangai.

9. সাম্প্রতিক তথ্য অনুযায়ী কোন রাজ্য ভারতের বৃহত্তম অর্থনীতির তকমা পেয়েছে?

উত্তর:- মহারাষ্ট্র

10. সম্প্রতি কোন রাজ্য সরকার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে ট্যাব প্রদান করলো?

উত্তর:- অন্ধ্রপ্রদেশ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।