29th December 2023 Current Affairs in Bengali Quiz | 29th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 29th December 2023 Current Affairs in Bengali Quiz | 29th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th December 2023 Current Affairs in Bengali Quiz | 29th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

29th December 2023 Current Affairs in Bengali Quiz | 29th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন দেশ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (OPEC) থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে?

উত্তর:- অ্যাঙ্গোলা (Angola)

2. ভারতের প্রথম ‘AI সিটি’ হিসেবে কোন শহর গড়ে উঠছে? (India’s first ‘AI City’)

উত্তর:- লখনউ (Lucknow).

3. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা প্রধান সচিবদের নিয়ে তৃতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন কে?

উত্তর:- নরেন্দ্র মোদী

4. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যান কে হয়েছেন?

উত্তর:- বিরাট কোহলি

5. ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সম্প্রতি কোন রাজ্য সরকারের সাথে 445 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- উত্তরপ্রদেশ

6. সম্প্রতি কোন রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঙ্গা নদীর উপর 4.56 কিলোমিটার দীর্ঘ একটি নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে?

উত্তর:- বিহার

7. সম্প্রতি কোন স্টিলথ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর:- আইএনএস ‘ইম্ফল’ (INS ‘Imphal’)

8. আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান করা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান কে হয়েছেন?

উত্তর:- ডেভিড ওয়ার্নার (David Warner)

9. সম্প্রতি কে “সালাম বোম্বে ফাউন্ডেশন” এর “Health ambassador” হিসেবে মনোনীত হয়েছেন?

উত্তর:- অমৃতা রাইচাঁদ (Amrita Raichand)

10. সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার ‘ওডিআই সিরিজের ইমপ্যাক্ট ফিল্ডার’ পুরস্কার পেয়েছেন?

উত্তর:- সাই সুদর্শন (Sai Sudarshan).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।