21st December 2023 Current Affairs in Bengali Quiz | 21st ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 21st December 2023 Current Affairs in Bengali Quiz | 21st ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st December 2023 Current Affairs in Bengali Quiz | 21st ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

21st December 2023 Current Affairs in Bengali Quiz | 21st ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. কে ছত্তিশগড় রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন?

উত্তর:- রমন সিং (Raman Singh).

2. উত্তরপ্রদেশ সরকার রাজ্যে কতগুলি সাইবার ক্রাইম থানা খোলার অনুমোদন দিয়েছে?

উত্তর:- 57টি।

3. সম্প্রতি ১১ তম বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হতে চলছে কোথায়?

উত্তর:- কলকাতা কলেজ স্কোয়ার

4. সম্প্রতি কোন ব্রিটিশ ভারতীয় সুরকার বুকার পুরস্কার পেলেন?

উত্তর:- নীতিন সাহনি

5. 2024 সালে IPL -এর জন্য KKR এর অধিনায়ক হিসেবে কোন খেলোয়ারকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- শ্রেয়াস আইআর

6. কোন দল প্যাট কামিন্সকে কিনেছে, যিনি IPL ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন?

উত্তর:- সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad).

7. ভারতীয় নৌবাহিনী যৌথ গবেষণা ও উন্নয়নের জন্য কোন IIT -এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- আইআইটি কানপুর

8. প্রথম খেলো ইন্ডিয়া প্যারা গেমসে কোন রাজ্য সবচেয়ে বেশি পদক জিতেছে?

উত্তর:- হরিয়ানা

9. দিল্লি-মিরাট আঞ্চলিক দ্রুত ট্রানজিট সিস্টেম করিডোরের জন্য ভারত সরকার কার সাথে একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- Asian Development Bank.

10. সম্প্রতি কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গ্লোবাল পার্টনারশিপ আয়োজন করেছে?

উত্তর:- ভারত।

-ঃআরও পড়ুনঃ-

30th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।