ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Indian History Questions Answer

ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Indian History Questions Answer

1. বৈদিক আর্যদের প্রধান খাদ্য ছিল কোনটি?

উত্তর:- দুধ এবং এর দ্রব্য

2. সাকা যুগ প্রতিষ্ঠিত হয়েছিল কার আমলে?

উত্তর:- কনিষ্ক

3. ভারতে কে প্রথম জিজিয়া কর আরোপ করেন?

উত্তর:- বিশ্বামিত্র

5. কে গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন?

উত্তর:- বিশ্বামিত্র

6. পতঞ্জলি সংকলনের জন্য সুপরিচিত ছিল কোনটি?

উত্তর:- যোগসূত্র

7. কোন রাজ্যকে ‘বৌদ্ধ ধর্মের দোলনা’ বলা হয়?

উত্তর:- বিহার

8. কে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন?

উত্তর:- বর্ধমান মহাবীর

9. চারটি বেদের কোনটিতে যাদুকরী ও মন্ত্রের বিবরণ রয়েছে?

উত্তর:- অথর্ববেদ

10. রামায়ণ কে ফার্সি ভাষায় অনুবাদ করেন?

উত্তর:- আব্দুল ফাজি।