মগধ সাম্রাজ্যের প্রশ্ন উত্তর | Magadh Empire Questions Answer
1. পূর্ব ভারতের কোন শহরটি দীর্ঘদিন মগধের প্রথম রাজধানী ছিল?
উত্তর:- রাজগৃহ
2. বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন ?
উত্তর:- বিম্বিসার
3. মগধ সাম্রাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- জরাসন্ধ্র
4. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন?
উত্তর:- হর্ষঙ্ক
5. মগধ সাম্রাজের শ্রেষ্ঠ শাসক বংশ ছিল কোনটি?
উত্তর:- মৌর্য বংশ
6. ইতিহাসে কে নিজে রাজা হওয়ার জন্য নিজের বাবাকে হত্যা করেছিলেন?
উত্তর:- অজাতশত্রু
7. রাজা কালাশোকের রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল?
উত্তর:- বৈশালী
8. বিম্বিসারের উপাধি কী ছিল?
উত্তর:- শ্রেনিক
9. অজাতশত্রুর উপাধি কী ছিল?
উত্তর:- কুনিক
10. ‘জীবক’ কোন রাজার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন?
উত্তর:- বিম্বিসার।