19th December 2023 Current Affairs in Bengali Quiz | 19th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 19th December 2023 Current Affairs in Bengali Quiz | 19th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 19th December 2023 Current Affairs in Bengali Quiz | 19th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

19th December 2023 Current Affairs in Bengali Quiz | 19th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “গোয়ার মুক্তি দিবস” (Goa Liberation Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 19th ডিসেম্বর

2. সম্প্রতি কে “Power of One Award 2023” সম্মানে ভূষিত হলেন কে?

উত্তর:-বান কি-মুন

3. সম্প্রতি কোন রাজ্যের ‘লারনাই মৃত শিল্প’ GI ট্যাগ পেলো?

উত্তর:- মেঘালয়

4. ভারতের কোন ব্যাংক সম্প্রতি ‘নারী শক্তি সেভিংস একাউন্ট’ চালু করেছে?

উত্তর:- Bank of India.

5. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের তৃতীয় মূল্যবান তামাক কোম্পানির শিরোপা পেল কে?

উত্তর:- ITC কোম্পানি।

6. সম্প্রতি নিউ দিল্লিতে “Naye Bharat ka Samveda” শিরোনামে বইটি কে প্রকাশ করলেন?

উত্তর:- রামনাথ কোবিন্দ

7. সম্প্রতি কে “Padmapani Lifetime Achievement Award” পেতে চলেছেন?

উত্তর:- জাভেদ আখতার

8. সম্প্রতি কোন রাজ্য সরকার “ভগবন্ত মান সরকার, তুহাদে দ্বার” (Bhagwant Mann Sarkar, Tuhade Dwar) স্কিমটি লঞ্চ করলো?

উত্তর:- পাঞ্জাব

9. সম্প্রতি হায়দ্রাবাদের পুলিশ কমিশনার পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- কোথাকোটা শ্রীনিবাস রেড্ডি।

10. সম্প্রতি পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পদে কাকে নির্বাচিত করা হলো?

উত্তর:- Donald Tusk.

-ঃআরও পড়ুনঃ-

30th নভেম্বর 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।