মাধ্যমিক পাশে ISRO তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | ISRO Recruitment 2023

মাধ্যমিক পাশে ISRO তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | ISRO Recruitment 2023

মাধ্যমিক পাশে ISRO তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ (ISRO Recruitment 2023)। অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্ট মেকানিক, photography, desktop publishing operator সহ একাধিক পদের জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে কর্মী নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:- ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) তরফে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর:- NRSC/RMT/4/2023

পদের নাম:-

অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্ট মেকানিক, photography, desktop publishing operator সহ একাধিক পদের জন্যে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 1000 টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

মাসিক বেতন:-

নির্বাচিত প্রার্থীরা মাসিক গড় বেতন পাবেন সর্বনিম্ন 50,000/- টাকা।

আবেদনকারীর বয়সসীমা:-

এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে 18- 40 বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:-

এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে। এবিষয়ে আরও বিস্তারিত জানতে নীচের দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

নির্বাচন পদ্ধতি:-

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আবেদন পদ্ধতি:-

ভারতীয় রেলওয়ে -এর অফিসিয়াল ওয়েবসাইট https://cdn.digialm.com/ -তে যেতে হবে।

হোমপেজে দেওয়া নির্দিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে।

সমস্ত নথিপত্র দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র ডাউনলোড করতে হবে।

তারপর আবেদন ফি জমা দিতে হবে।

সাবমিট করার পরে আবেদনপত্রের প্রিন্ট আউট রেখে দিতে হবে।

আবেদন ফি:-

সাধারণ বিভাগের প্রার্থীদের 100 টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে মহিলা, এসসি, এসটি এবং অন্যান্য সংরক্ষিত বিভাগের প্রার্থীদের কোনও আবেদন মূল্য জমা দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তথ্য:-

আবেদন শুরু:- আবেদন প্রক্রিয়া চলছে।

আবেদন শেষ:- 31.12.2023

অফিসিয়াল ওয়েবসাইট:- https://cdn.digialm.com/

আবেদন করার লিংক:- Click Here

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন:- Click Here