SSC GD কন্সটেবল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | SSC GD Constable Questions Answer
1. “সুন্দরবন জাতীয় উদ্যান” – এটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গে
2. ইউগ্লিনার গমন অঙ্গের নাম উল্লেখ করো?
উত্তর:- ফ্লাজেলা
3. তেতুলে কোন অ্যাসিড উপস্থিতথাকে?
উত্তর:- টারটারিক
4. ‘ইলেকট্রন’ কে আবিষ্কার করেন?
উত্তর:- জে.জে. টমসন
5. প্রথম কোন বাঙালি ভারতের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন?
উত্তর:- ক্ষুদিরাম বসু
6. আধুনিক ক্রিকেট খেলার আবিস্কার হয়েছিল কোন দেশে?
উত্তর:- ইংল্যান্ডে
7. পৃথিবীর উচ্চতম মালভুমির নাম উল্লেখ করো?
উত্তর:- পামির মালভূমি
8. ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য কত?
উত্তর:- 66 ফুট
9. ‘পেনিসিলিন’ – কে আবিষ্কার করেছিলেন?
উত্তর:- আলেকজান্ডার ফ্লেমিং
10. ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় সালে?
উত্তর:- 1975 সালে।