11th December 2023 Current Affairs in Bengali Quiz | 11th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি 11th December 2023 Current Affairs in Bengali Quiz | 11th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th December 2023 Current Affairs in Bengali Quiz | 11th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

11th December 2023 Current Affairs in Bengali Quiz | 11th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “আন্তর্জাতিক পর্বত দিবস” (International Mountain Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 11th ডিসেম্বর

2. ভারতের কোন রাজ্য সরকার পড়াশোনার দুর্বল শিক্ষার্থীদের জন্য ‘Mission Daksh’ প্রকল্প চালু করেছে?

উত্তর:- বিহার

3. ভারতের কোন রাজ্যের ‘লাকাডাং হলুদ’ সম্প্রতি GI ট্যাগ স্বীকৃতি পেলো?

উত্তর:- মেঘালয়

4. সম্প্রতি প্রকাশিত ‘Oxford Words of the Year 2023’ -এ কোন শব্দটি নির্বাচন করা হয়েছে?

উত্তর:- “rizz”

5. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের কোন শহর মহিলাদের জন্য সবথেকে অনিরাপদ বলে বিবেচিত হয়েছে?

উত্তর:- দিল্লি

6. কেন্দ্রীয় সরকার কোন রাজ্যের জন্য প্রথম ‘শহুরে বন্যা প্রশমন’ প্রকল্প অনুমোদন করেছে? (first urban flood mitigation project)

উত্তর:- তামিলনাড়ু

7. ভারতের কোন সংস্থা “ভারত বিল পেমেন্টস” নামক প্ল্যাটফর্ম চালু করেছে, ঋণ পরিশোধ এবং ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধের জন্য?

উত্তর:- NPCI (ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন)

8. সম্প্রতি তথ্য অনুযায়ী কোন অভিনেতার নামে ‘মুম্বাই স্ট্রিট’ -এর নামকরণ করা হচ্ছে?

উত্তর:- বিক্রম গোখালে

9. সম্প্রতি কর্ণাটক রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে?

উত্তর:- রাজনীশ গোয়েল।

10. দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন শহরে প্রথম ‘Night Sky Sanctuary’ তৈরি করা হচ্ছে? (নাইট স্কাই অভয়ারণ্য)

উত্তর:- লাদাখ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।