12th December 2023 Current Affairs in Bengali Quiz | 12th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 12th December 2023 Current Affairs in Bengali Quiz | 12th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th December 2023 Current Affairs in Bengali Quiz | 12th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

12th December 2023 Current Affairs in Bengali Quiz | 12th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন রাজ্য সরকার পরীক্ষায় টুকলি এবং চিটিং -এর শাস্তি বাবদ জেল এবং জরিমানা বিল পাস করেছে?

উত্তর:- ঝাড়খন্ড

2. সম্প্রতি প্রকাশিত “Welcome to Paradise” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- টুইংকেল খান্না

3. সম্প্রতি কোন শহরে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজিত হলো?

উত্তর:- নয়া দিল্লী

4. সম্প্রতি মিজোরাম রাজ্যের মুখ্যমন্ত্রী পদে কে নির্বাচিত হলেন?

উত্তর:- Lal duhoma (লাল দুহোমা)।

5. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের কোন রাজ্যে ‘গ্লোবাল ইনভেস্টার সামিট’ উদ্বোধন করলেন?

উত্তর:- উত্তরাখণ্ড

6. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা “Men’s Volleyball Club World Championship 2023” ভারতের কোন শহরে আয়োজিত হবে?

উত্তর:- বেঙ্গালুরু

7. সম্প্রতি ভারতের কোন শহরে “11th Bangladesh Book Fair” শুরু হলো?

উত্তর:- কলকাতা

8. রেভান্থ রেড্ডি সম্প্রতি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন?

উত্তর:- তেলেঙ্গানা

9. সম্প্রতি প্রকাশিত টাইম ম্যাগাজিনের দ্বারা ‘Athlete of the Year’ For 2023 কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- লিওনেল মেসি

10. সম্প্রতি প্রকাশিত টাইম ম্যাগাজিনের দ্বারা “Person Of The Year 2023 কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- টেইলর সুইফট।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।