3rd December 2023 Current Affairs in Bengali Quiz | 3rd ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 3rd December 2023 Current Affairs in Bengali Quiz | 3rd ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd December 2023 Current Affairs in Bengali Quiz | 3rd ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

3rd December 2023 Current Affairs in Bengali Quiz | 3rd ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ৪০তম কোস্টগার্ড কমান্ডার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর:- নয়াদিল্লি

2. পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কোন ক্রিকেটারকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- সৌরভ গাঙ্গুলী

3. আফ্রিকান কোন দল ICC পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024 -এর জন্য যোগ্যতা অর্জন করেছে?

উত্তর:- উগান্ডা

4. ভারতের কোন প্রতিষ্ঠান ‘FASTER 2.0’ পোর্টাল প্রকাশ করেছে?

উত্তর:- ভারতের সুপ্রিম কোর্ট

5. সম্প্রতি কোন দেশ ভারত ও চীনের নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসা প্রদান করতে চলছে?

উত্তর:- মালেশিয়া

6. ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যাকশন সামিট 2023 -এর আয়োজক কোন শহর কোনটি?

উত্তর:- দুবাই

7. কোন সংস্থা ভারতীয় বিমান বাহিনীর জন্য হালকা যুদ্ধ বিমান (LCA) প্রস্তুত করতে চলছে?

উত্তর:- HAL.

8. সম্প্রতি কোন রাজ্য 13 তম সিনিয়র জাতীয় পুরুষ হকি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে?

উত্তর:- পাঞ্জাব

9. সম্প্রতি কে সুপ্রিমকোর্টে বি.আর. আম্বেদকরের স্ট্যাচু উন্মোচন করলেন?

উত্তর:- দ্রৌপদী মূর্মূ

10. ভারতের কোন রাজ্যে “বৃহত্তম টাইগার রিজার্ভ” তৈরি হতে চলছে?

উত্তর:- মধ্যপ্রদেশ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।