4th December 2023 Current Affairs in Bengali Quiz | 4th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 4th December 2023 Current Affairs in Bengali Quiz | 4th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th December 2023 Current Affairs in Bengali Quiz | 4th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

4th December 2023 Current Affairs in Bengali Quiz | 4th ডিসেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “ভারতীয় নৌবাহিনী দিবস” (Indian Navy Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 4th ডিসেম্বর

2. সম্প্রতি কোন রাজ্য সরকার “Every Right for Every Child এই ক্যাম্পেন লঞ্চ করেছে?

উত্তর:- উত্তর প্রদেশ

3. সম্প্রতি ভারতের কোন রাজ্য ‘Water Smart Kid Campaign’ লঞ্চ করলো?

উত্তর:- মেঘালয়

4. ভারতের কোন রাজ্য ৫৫ শতাংশ থেকে সংরক্ষণ বাড়িয়ে 65 শতাংশ করলো?

উত্তর:- বিহার

5. সম্প্রতি বন্ধন ব্যাঙ্কের MD এবং CEO পদে কে নিযুক্ত হলেন?

উত্তর:- চন্দ্র শেখর ঘোষ

6. সম্প্রতি কোন দেশে ভারতের হাই কমিশনার পদে নিযুক্ত হলেন Robert Shetkintong?

উত্তর:- মোজাম্বিক

7. সম্প্রতি প্রকাশিত “Pranab, My Father: A Daughter Remembers” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- শর্মিষ্ঠা মুখার্জি।

8. সম্প্রতি “Fino Payments Bank” -এর চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- রজত কুমার জৈন

9. সম্প্রতি বারাণসীতে দ্বিতীয় CNG চালিত Station -এর উদ্বোধন করলেন কে?

উত্তর:- হরদীপ পুরী

10. ভারতের কোন শহরে বৃহত্তম ‘Circular Railway’ তৈরি হতে চলছে?

উত্তর:- বেঙ্গালুরু।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।