Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 29th November 2023 Current Affairs in Bengali Quiz | 29th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th November 2023 Current Affairs in Bengali Quiz | 29th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
29th November 2023 Current Affairs in Bengali Quiz | 29th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুন 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুলাই 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ আগষ্ট 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023 এর মাসকট কি?
উত্তর:- ‘উজ্জ্বলা’ (‘Ujjwala’)
2. কোন এয়ারপোর্ট সম্প্রতি ‘sunflower programme’ লঞ্চ করেছে?
উত্তর:- দিল্লি
3. সম্প্রতি কোন ব্যাংক UPI Lite লঞ্চ করেছে?
উত্তর:- Federal Bank.
4. সম্প্রতি কোন দুই দেশের মধ্যে “সূর্য কিরণ” নামক যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে?
উত্তর:- ভারত এবং নেপাল
5. কোন দেশকে 2024 সালের জন্য আন্তর্জাতিক চিনি সংস্থার (ISO) চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয়েছে?
উত্তর:- ভারত
6. ভারতের প্রথম স্লথ বিয়ার রেসকিউ সেন্টার কোন রাজ্যে স্থাপিত হলো?
উত্তর:- কর্ণাটক
7. ISSF বিশ্বকাপ ফাইনালে পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার ইভেন্টে পদক জয়ী প্রথম ভারতীয় শ্যুটার কে?
উত্তর:- অনীশ ভানওয়ালা
8. কোন কেন্দ্রশাসিত অঞ্চল স্থানীয় অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য চারটি নতুন শিল্প এস্টেট প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে?
উত্তর:- জম্মু ও কাশ্মীর
9. সম্প্রতি লুক্সেমবার্গ -এর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে?
উত্তর:- লুক ফ্রাইডেন
10. কোন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিবন্ধী শিশুদের জন্য অঙ্গনওয়াড়ি প্রোটোকলের উপর ন্যাশনাল আউটরিচ প্রোগ্রাম চালু করেছেন?
উত্তর:- স্মৃতি ইরানি।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।