প্রাইমারী টেট পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর | WB Primary TET Environmental Studies MCQ

প্রাইমারী টেট পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর | WB Primary TET Environmental Studies MCQ

1. অতিরিক্ত স্বীকার করার ফলে কোন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে গেছে?
(a) শকুন
(b) চড়াই
(c) বক
(d) ডোডো

উত্তর:- (d) ডোডো

2. সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি?
(a) মান্নার
(b) প্যাংগং
(c) হিসার
(d) পারমাদান

উত্তর:- (a) মান্নার

3. জীববৈচিত্র্যের সুপার মার্কেট বা বড়বাজার কোনটি?
(a) মাটিগাড়া বাজার
(b) হাতিবাগান বাজার
(c) জলাভূমি
(d) স্থলভুমি

উত্তর:- (c) জলাভূমি

4. অম্ল বৃষ্টিতে জলের সঙ্গে কোন রাসায়নিকের বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়?
(a) নাইট্রোজেন ডাই অক্সাইড
(b) কার্বন ডাই অক্সাইড
(c) কার্বন মনোক্সাইড
(d) সালফার ডাই অক্সাইড

উত্তর:- (d) সালফার ডাই অক্সাইড

5. ভারতের জীববৈচিত্র কোন ধরনের?
(a) আলফা বৈচিত্র্য
(b) বিটা বৈচিত্র্য
(c) গামা বৈচিত্র্য
(d) ফাই বৈচিত্র্য

উত্তর:- (c) গামা বৈচিত্র্য

6. রামসার ক্ষেত্র বলতে কী বোঝায়?
(a) মরুভূমি
(b) জলাভূমি
(c) মালভূমি
(d) স্থলভূমি

উত্তর:- (b) জলাভূমি

7. বায়োডাইভারসিটি হটস্পট এর ধারণা কোন সালে প্রথম চালু হয়?
(a) ১৯৬১
(b) ১৮৭৯
(c) ১৯০৩
(d) ১৯৮৮

উত্তর:- (d) ১৯৮৮

8. কোন বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোন ছোট অঞ্চলের মধ্যে জীব বৈচিত্র্য কে বোঝায়?
(a) আলফা বৈচিত্র্য
(b) বিটা বৈচিত্র্য
(c) গামা বৈচিত্র্য
(d) ফাই বৈচিত্র্য

উত্তর:- (a) আলফা বৈচিত্র্য

9. উদ্ভিদের কোন অংশে বায়ু দূষণ ঘটে?
(a) পাতা
(b) কান্ড
(c) পরাগরেণু
(d) ছাল

উত্তর:- (c) পরাগরেণু

10. আলোক রাসায়নিক ধোঁয়াশার মূলে রয়েছে কোন রাসায়নিক?
(a) সালফার ডাই অক্সাইড
(b) কার্বন-ডাই-অক্সাইড
(c) হাইড্রোকার্বন
(d) নাইট্রাস অক্সাইড

উত্তর:- (c) হাইড্রোকার্বন।