জীবনবিজ্ঞান মকটেস্ট প্রশ্নোত্তর MCQ | Life Science Questions Answers MCQ

জীবনবিজ্ঞান মকটেস্ট প্রশ্নোত্তর MCQ | Life Science Questions Answers MCQ

1. প্যারামেসিয়াম এর গমন অঙ্গের নাম কি?
(a) পা
(b) ফ্লাজেলা
(c) সিলিয়া
(d) সিটা

উত্তর:- (c) সিলিয়া

2. ভাইরোলজির জনক কে?
(a) বেইজেরিংক
(b) এডওয়ার্ড জেনার
(c) লুই পাস্তুর
(d) কেউ নন

উত্তর:- (a) বেইজেরিংক

3. কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয়?
(a) পিটুইটারি
(b) থাইরক্সিন
(c) অ্যাড্রিনালিন
(d) জিব্বেরেলিন

উত্তর:- (c) অ্যাড্রিনালিন

4. লজ্জাবতী পাতার চলন কি ধরনের চলন?
(a) নিকোটিন্যাস্টি
(b) হাইপোন্যাস্টিক
(c) সিসমোন্যাস্টিক
(d) কেমোন্যাস্টিক

উত্তর:- (c) সিসমোন্যাস্টিক

5. কোন ভিটামিন ফ্যাটে দ্রবীভূত হয়?
(a) ভিটামিন D
(b) ভিটামিন B
(c) ভিটামিন A
(d) ভিটামিন C

উত্তর:- (a) ভিটামিন D

6. কোন গ্রন্থির কার্যক্ষমতার হ্রাস পেলে সাইমন বর্ণিত ব্যাধি হয়?
(a) অ্যাড্রিনালিন
(b) থাইরয়েড
(c) শুক্রাশয়
(d) পিটুইটারি

উত্তর:- (d) পিটুইটারি

7. দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি কার লেখা?
(a) ল্যামার্ক
(b) হুগো দে ভ্রিজ
(c) চার্লস ডারউইন
(d) অ্যারিস্টটল

উত্তর:- (c) চার্লস ডারউইন

8. সরীসৃপ ও স্তন্যপায়ী এর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী নাম কি?
(a) প্লাটিপাস
(b) আর্কিওপ্টেরিক্স
(c) পেরিপেটাস
(d) অক্টোপাস

উত্তর:- (a) প্লাটিপাস

9. টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন?
(a) লুই পাস্তুর
(b) রোনাল্ড রস
(c) আলেকজান্ডার ফ্লেমিং
(d) এডওয়ার্ড জেনার

উত্তর:- (d) এডওয়ার্ড জেনার

10. সেরুমেন হলো কর্ণকুহরে ত্বকের নিঃসৃত –
(a) ঘাম
(b) জলীয় পদার্থ
(c) ফ্যাটি অ্যাসিড
(d) সিবাম

উত্তর:- (d) সিবাম।