প্রাইমারী টেট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর MCQ | Primary Tet Questions Answers MCQ

প্রাইমারী টেট গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর MCQ | Primary Tet Questions Answers MCQ

1. The synonym word of “dream” is –
(a) death
(b) heaven
(c) divine
(d) ambition

উত্তর:- (d) ambition

2. সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
(a) সাইলেন্ট ভ্যালি আন্দোলন
(b) চিপকো আন্দোলন
(c) নর্মদা বাঁচাও আন্দোলন
(d) কোনটিই নয়

উত্তর:- (b) চিপকো আন্দোলন

3. জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয়?
(a) অক্সিজেন
(b) মিথেন
(c) কার্বন ডাই অক্সাইড
(d) হাইড্রোজেন

উত্তর:- (c) কার্বন ডাই অক্সাইড

4. আধুনিক শিক্ষক তার শিক্ষার্থীর কাছে কেমন?
(a) হিতৈষী বন্ধু
(b) শিক্ষাদাতা
(c) মন্ত্রণাদাতা ও গুরুজন
(d) উপরের সবকটিই

উত্তর:- (d) উপরের সবকটিই

5. চার্লস ডারউইন কে ছিলেন?
(a) ভাষাবিদ
(b) গণিতবিদ
(c) বিবর্তনবাদের প্রবক্তা
(d) পক্ষী বিশারদ

উত্তর:- (c) বিবর্তনবাদের প্রবক্তা

6. অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতির প্রবর্তন করেন কে?
(a) লুইস ব্রেইল
(b) পিরিয়ার
(c) পাবলো বনে
(d) সোফিয়া অ্যালকর্ন

উত্তর:- (a) লুইস ব্রেইল

7. এক ব্যক্তি একটি পেন 12% লাভে বিক্রি করে। যদি দ্রব্যটি আরও 3 টাকা বেশিতে বিক্রয় করা হত, তাহলে 18% লাভ হত। তবে পেনটির ক্রয়মূল্য কত?
(a) 46 টাকা
(b) 50 টাকা
(c) 60 টাকা
(d) 64 টাকা

উত্তর:- (b) 50 টাকা

8. Danger (Select the proper prefix)
(a) er
(b) ous
(c) ed
(d) en

উত্তর:- (d) en

9. পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি?
(a) রয়াল বেঙ্গল টাইগার
(b) হাতি
(c) মেছো বিড়াল
(d) একশৃংগ গন্ডার

উত্তর:- (c) মেছো বিড়াল

10. আসক্তি শব্দের বিপরীতার্থক শব্দ লেখো।
(a) অনাসক্তি
(b) আমেজ
(c) বিচ্ছেদ
(d) বিসদ্ধি

উত্তর:- (a) অনাসক্তি।