6th November 2023 Current Affairs in Bengali Quiz | 6th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 6th November 2023 Current Affairs in Bengali Quiz | 6th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 6th November 2023 Current Affairs in Bengali Quiz | 6th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

6th November 2023 Current Affairs in Bengali Quiz | 6th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি ন্যাশনাল মেডিকেল কমিশন “One Nation, One Registration Platform’‘ লঞ্চ করা হয়েছে কাদের জন্য?

উত্তর:- ডাক্তার

2. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি শ্রীলঙ্কা কোন জায়গায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর শাখা চালু করেছে?


উত্তর:- ত্রিনকোমালি

3. ভারতের নির্বাচন কমিশন সম্প্রতি প্রার্থী এবং নির্বাচন পরিচালনার জন্য কোন অ্যাপ লঞ্চ করেছে?

উত্তর:- ইলেকশন ইন্ডিয়া অ্যাপ (Election India App).

4. ট্রাফিক সুবিধা বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সম্প্রতি কোন রাজ্যে “রামবান সেতু” নির্মিত হয়েছে?

উত্তর:- জম্মু কাশ্মীর

5. বিশ্ব জেলিফিশ দিবস কবে পালিত হয়?

উত্তর:- 03 November.

6. শ্রী সোমনাথ ট্রাস এর চেয়ারম্যান সম্প্রতি কাকে নির্বাচিত করা হয়েছে?

উত্তর:- নরেন্দ্র মোদি

7. ভারতে প্রথম আন্তর্জাতিক ক্রুজ লাইনার জাহাজ ‘কোস্টা সেরেনা’ কোথায় চালু হয়েছে?

উত্তর:- মুম্বাই

8. সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে প্রশাসনিক সংস্কারের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে?

উত্তর:- ফ্রান্স

9. কেরালা সরকারের সেরা সাহিত্যিক সম্মানের ক্ষেত্রে অবদানের জন্য 2023 সালের সাহিত্য “অজুথাচান পুরস্কার” বা এজুথাচান পুরস্কারে কে সম্মানিত হলেন?

উত্তর:- এস.কে. বসন্তন (S.K.Vasanthan)

10. ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে ভারতের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন?

উত্তর:- মোহাম্মদ শামি।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।