8th November 2023 Current Affairs in Bengali Quiz | 8th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 8th November 2023 Current Affairs in Bengali Quiz | 8th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th November 2023 Current Affairs in Bengali Quiz | 8th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

8th November 2023 Current Affairs in Bengali Quiz | 8th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি (WTSA) 2024 -এর আয়োজক দেশ কোনটি?

উত্তর:- ভারত

2. কোন দেশটি ভারতের ‘হাঙ্গার প্রজেক্ট’কে অর্থায়ন করছে এবং উত্তরাখণ্ডে খাদ্য নিরাপত্তার প্রচার করছে?

উত্তর:- নরওয়ে

3. সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটের নতুন সদস্য হয়েছে?

উত্তর:- চিলি

4. ওয়েস্ট ইন্ডিজের কোন খেলোয়াড় সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন?

উত্তর:- সুনীল নারিন

5. সম্প্রতি অনুষ্ঠিত সৈয়দ মোশতাক আলী ট্রফির শিরোপা জিতলো কোন দল?

উত্তর:- পাঞ্জাব

6. ‘শিশু বিজ্ঞান উৎসব’ কে উদ্বোধন করলেন?

উত্তর:- ডাঃ জিতেন্দ্র সিং (Dr. Jitendra Singh).

7. বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টাইম আউট হয়েছেন কে?

উত্তর:- অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Mathews).

8. দ্বিতীয় ‘বিশ্ব স্থানীয় উৎপাদন ফোরাম’ কোথায় সংগঠিত হচ্ছে?

উত্তর:- হেগ শহরে (Hague)

9. APEDA ভারতীয় কৃষি পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- লুলু হাইপারমার্কেট (Lulu Hypermarket)

10. কোন ভারতীয় রাজ্য গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2023 জিতেছে?

উত্তর:- কেরালা।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।