3rd November 2023 Current Affairs in Bengali Quiz | 3rd নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 3rd November 2023 Current Affairs in Bengali Quiz | 3rd নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd November 2023 Current Affairs in Bengali Quiz | 3rd নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

3rd November 2023 Current Affairs in Bengali Quiz | 3rd নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ভারতের প্রথম ল্যাভেন্ডার ফার্মটি কোন রাজ্যে নির্মিত হয়েছে?

উত্তর:- জম্মু ও কাশ্মীর

2. এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ 2023 এ পুরুষদের 50 মিটার রাইফেল 3P ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে?

উত্তর:- ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর

3. কোন দেশ 2034 সালের ফিফা পুরুষদের বিশ্বকাপ আয়োজন করবে?

উত্তর:- সৌদি আরব।

4. ওয়ানডে বিশ্বকাপে ৪টি সেঞ্চুরি করা বিশ্বের তৃতীয় ক্রিকেটার কে?

উত্তর:- কুইন্টন ডি কক

5. টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেডের নতুন CEO এবং MD হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- দীপেশ নন্দা

6. শ্রীলঙ্কার ত্রিনকোমালিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা কে উদ্বোধন করলেন?

উত্তর:- শক্তিকান্ত দাস

7. সম্প্রতি কে 2023 সালের জন্য ব্রিটিশ একাডেমি বই পুরস্কারে ভূষিত হয়েছে?

উত্তর:- নন্দিনী দাস

8. ভারতের কোন স্টেডিয়ামে মহান ক্রিকেট খেলোয়াড় শচীন টেন্ডুলকারের মূর্তি উন্মোচন করা হয়েছে?

উত্তর:- ওয়াংখেড়ে স্টেডিয়াম

9. সম্প্রতি প্রকাশিত Fairwork India Rating 2023 -এ শীর্ষস্থান অধিকার করেছে কোন কোম্পানি?

উত্তর:- Big Basket.

10. আন্তর্জাতিক ক্রিকেটে ১৮০০০ রান পূর্ণ করা পঞ্চম ভারতীয় খেলোয়াড় কে হলেন?

উত্তর:- রোহিত শর্মা।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।