4th November 2023 Current Affairs in Bengali Quiz | 4th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 4th November 2023 Current Affairs in Bengali Quiz | 4th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th November 2023 Current Affairs in Bengali Quiz | 4th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

4th November 2023 Current Affairs in Bengali Quiz | 4th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. ভারতের কোন শহরকে ইউনেস্কোর তরফ থেকে ‘City Of Literature’ তকমা দেওয়া হলো?

উত্তর:- কেরালার কোঝিকর

2. সম্প্রতি অনুষ্ঠিত “AI Safety Summit 2023” হোস্ট করলো কোন দেশ?

উত্তর:- যুক্তরাজ্য (UK)

3. সম্প্রতি কোন দেশ সম্পন্ন বিনামূল্যে ফুলু ভ্যাক্সিনেশন শুরু করলো?

উত্তর:- মঙ্গোলিয়া

4. সম্প্রতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর কোথায় “Higashi Autism School” উদ্বোধন করলেন?

উত্তর:- নিউ দিল্লি

5. সম্প্রতি অনুষ্ঠিত “Asian Para Games 2023” -এর মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে কোন দেশ?

উত্তর:- চীন

6. সম্প্রতি শুরু হতে চলা উত্তরাখণ্ডের ‘Hunger Project’-কে সহায়তা করবে কোন দেশ?

উত্তর:- নরওয়ে

7. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) যক্ষ্মা উপদেষ্টা গ্রুপে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- সারং দেও

8. “2034 Men’s FIFA World Cup” কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর:- সৌদি আরব

9. 2023 সালে মহিলা বিভাগে Golden Ball Award or Women’s Ballon d’Or award কে জিতলেন?

উত্তর:- আইতানা বোনামাটি

10. সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম যাত্রী বহনকারী “Flying Taxi” অনুমোদন করলো?

উত্তর:- চীন।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।