31st October 2023 Current Affairs in Bengali Quiz | 31st অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 31st October 2023 Current Affairs in Bengali Quiz | 31st অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 31st October 2023 Current Affairs in Bengali Quiz | 31st অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

31st October 2023 Current Affairs in Bengali Quiz | 31st অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “জাতীয় ঐক্য দিবস” (National Unity Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 31st অক্টোবর

2. সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর আটজন প্রাক্তন কর্মীকে কোন দেশের আদালত মৃত্যুদণ্ড দিয়েছে?

উত্তর:- কাতার

3. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাকে তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে?

উত্তর:- মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni).

4. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক্স অ্যান্ড অ্যালাইড সায়েন্সের চতুর্থ বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?

উত্তর:- শ্রীনগর

5. বিউটিওয়ার্ল্ড মিডল ইস্ট 2023 কোন শহর হোস্ট করবে?

উত্তর:- দুবাই

6. ৪র্থ এশিয়ান প্যারা গেমসে ভারত মোট কতটি পদক জিতেছে?

উত্তর:- 111 টি

7. সম্প্রতি কোন দেশকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স তার ‘ধূসর তালিকা’ থেকে বাদ দিয়েছে?

উত্তর:- আলবেনিয়া

8. কোন ভারতীয় শ্যুটার এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য 11 তম প্যারিস অলিম্পিক কোটা নিশ্চিত করেছেন?

উত্তর:- মনু ভাকর (Manu Bhakar).

9. সম্প্রতি প্রয়াত হলেন জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক সালিমুল হক, তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন?

উত্তর:- বাংলাদেশ

10. সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং ভারত তাদের প্রথম যৌথ নৌ মহড়া কোথায় পরিচালনা করলো?

উত্তর:- গিনি উপসাগর (Gulf of Guinea).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।