28th October 2023 Current Affairs in Bengali Quiz | 28th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 28th October 2023 Current Affairs in Bengali Quiz | 28th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th October 2023 Current Affairs in Bengali Quiz | 28th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

28th October 2023 Current Affairs in Bengali Quiz | 28th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস (International Animation Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 28th অক্টোবর

2. ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস’ (‘India Mobile Congress’) -এর ৭ম সংস্করণ কোথায় আয়োজিত হচ্ছে?

উত্তর:- নয়াদিল্লি

3. ভারতীয় বিমানবাহিনীর কমান্ডারদের দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করলেন কে?

উত্তর:- রাজনাথ সিং

4. সম্প্রতি রাজনীতিবিদ ‘লি কেকিয়াং’ মারা গেছেন, তিনি কোন দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তর:- চীন

5. সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা জামরানি বাঁধ প্রকল্প অনুমোদন করেছে, এটি কোন রাজ্যের?

উত্তর:- উত্তরাখণ্ড

6. সম্প্রতি কোন রাজ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 124টি পিএম-শ্রী স্কুল চালু করেছেন?

উত্তর:- হরিয়ানা

7. কোন ভারতীয় খেলোয়াড় এশিয়ান প্যারা গেমসে 50 মিটার রাইফেলস SH-1 ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন?

উত্তর:- সিদ্ধার্থ বাবু (Siddharth Babu).

8. মালয়েশিয়ার পরবর্তী রাজা হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার (Sultan Ibrahim Sultan Iskandar).

9. অশোক ভাসওয়ানি কোন ব্যাঙ্কের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন?

উত্তর:- কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank).

10. সম্প্রতি কোন সংস্থা ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আউটলুক 2023’ প্রকাশ করেছে?

উত্তর:- OECD.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।