29th October 2023 Current Affairs in Bengali Quiz | 29th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 29th October 2023 Current Affairs in Bengali Quiz | 29th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 29th October 2023 Current Affairs in Bengali Quiz | 29th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

29th October 2023 Current Affairs in Bengali Quiz | 29th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন কোম্পানি ‘রেফারেন্স’ পেট্রোল ও ডিজেল উৎপাদন শুরু করেছে?

উত্তর:- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)

2. ভারতীয় সেনাবাহিনীর প্রথম উল্লম্ব বায়ু টানেল কোন কোন রাজ্যে নির্মিত হলো?

উত্তর:- হিমাচল প্রদেশ

3. কোন দেশ ‘থ্রি বেসিন সামিট’ (‘Three Basins Summit) -এর আয়োজন করেছে?

উত্তর:- কঙ্গো প্রজাতন্ত্র

4. সম্প্রতি Lay’s চিপস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:: মহেন্দ্র সিং ধোনি।

5. সম্প্রতি মালয়েশিয়ার পরবর্তী রাজা হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে?

উত্তর:- সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার

6. স্বাধীনভাবে একজন ব্যক্তিকে মহাকাশে পাঠানো তৃতীয় দেশ হিসেবে নজির গড়ল কোন দেশ?

উত্তর:- চীন

7. সম্প্রতি কোন দেশ ভারত সহ ৭টি দেশের নাগরিকদের ফ্রি ট্যুরিস্ট ভিসা প্রদান করতে চলছে?

উত্তর:- শ্রীলঙ্কা

8. সম্প্রতি অনুষ্ঠিত “US Grand Prix 2023” শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার?

উত্তর:- Max Verstappen.

9. সম্প্রতি প্রকাশিত “Cold Blooded Love” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- গিরিশ দত্ত শুক্লা।

10. সম্প্রতি কোন রাজ্য সরকার মেয়েদের জন্য “Nandagaura Yojana” পোর্টাল লঞ্চ করলো?

উত্তর:- উত্তরাখণ্ড।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।