গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | MCQ in Bengali for WBCS PSC

গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | MCQ in Bengali for WBCS PSC

1. খন্ডীভবন পদ্ধতি দেখা যায় কীসের মধ্যে?

উত্তর:- স্পাইরোগাইরা তে

2. অক্সিন হরমোন প্রথম যে উদ্ভিদে পরীক্ষা করা হয়েছিল সেটি কী?

উত্তর:- যব

3. উদ্ভিদের জরা রোধ করে কোনটি?

উত্তর:- সাইটোকাইনিন

4. অশ্রুর মধ্যে পাওয়া যায় এমন একটি উৎসেচকের নাম উল্লেখ করো।

উত্তর:- লাইসোজাইম

5. দেহের কোন অংশকে ঘোরাতে সাহায্য করে কোনটি?

উত্তর:- রোটেটর

6. পায়রার ডানা গঠনকারী রেমিজেস পালকের সংখ্যা কয়টি?

উত্তর:- 23 টি

7. কোনটি চোখের প্রতিসারক মাধ্যম নয়?

উত্তর:- স্ক্লেরা

8. ভারতীয় নব-জাগরণের জনক কাকে বলা হয়ে থাকে?

উত্তর:- রাজা রামমোহন রায়

9. গৌতম বুদ্ধ কোন বংশের অন্তর্ভুক্ত ছিলেন?

উত্তর:- শাক্য

10. ভারত কত সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) যুক্ত হয়েছিল?

উত্তর:- 1995 সালে

11. ভারতের ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল কোন শহরে অবস্থিত?

উত্তর:- নতুন দিল্লী

12. আলমাত্তি বাঁধ প্রজেক্টটি কোন নদীর উপর গড়ে উঠেছে?

উত্তর:- কৃষ্ণা

13. 1994 -এর ইন্ডিয়ান ইউনিভার্সিটি এক্ট পাশের সময় ভারতের ভাইসরয় পদে কে নিযুক্ত ছিলেন?

উত্তর:- লর্ড কার্জন

14. স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) এর সদর দপ্তর অবস্থিত কোন শহরে?

উত্তর:- নতুন দিল্লী

15. সীমান্ত গান্ধী নামে পরিচিত কে পরিচিত?

উত্তর:- খান আব্দুল গফফর খান

16. অদিতি অশোক কোন খেলার সাথে যুক্ত?

উত্তর:- গল্ফ

17. কোন চার্টার এক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চীনের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়েছিল?

উত্তর:- চার্টার এক্ট, 1813

18. কোনটি কোয়াটারনারী সেক্টরের অন্তর্ভুক্ত নয়?

উত্তর:- ইনফরমেশন টেকনোলজি

19. ভারতের কোথায় “মিটটি বাঁচাও” (Save the Soil) আন্দোলন শুরু হয়েছিল?

উত্তর:- হোসাঙ্গাবাদ, মধ্যপ্রদেশ

20. কাজাখস্থান তার রাজধানীর নাম আস্তানা থেকে পরিবর্তন করে কি রেখেছিলেন?

উত্তর:- নুরসুলতান।