ভারতীয় ভূগোল প্রশ্নোত্তর | GK Questions Answers on Indian Geography

ভারতীয় ভূগোল প্রশ্নোত্তর | GK Questions Answers on Indian Geography

1. হীরাকুঁদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে?

উত্তর:- মহানদী

2. ভারতের কোন রাজ্যে বসবাসকারী তপশিলী জাতির জনসংখ্যা সবচেয়ে বেশী?

উত্তর:- মধ্যপ্রদেশ

3. মধ্যপ্রদেশে উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয় কোন শিল্পে?

উত্তর:- অ্যালুমিনিয়াম উৎপাদনে

4. কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:- চম্বল

5. আরাবল্লী কী ধরনের পর্বত?

উত্তর:- ভঙ্গিল পর্বত

6. দক্ষিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তর:- আনাইমুদি

7. উত্তর-পূর্বাঞ্চলে ভারত ও চিনের সীমান্ত রেখা কী?

উত্তর:- ম্যাকমােহন লাইন

8. পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল কোন পর্বত?

উত্তর:- নীলগিরি পর্বত

9. আয়তনে ভারতের বৃহত্তম জেলা কোনটি?

উত্তর:- কচ্ছ

10. ভাকরা নাঙ্গাল জলাধার কোন নদীর উপরে অবস্থিত?

উত্তর:- শতদ্রু

11. চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?

উত্তর:- টাইফুন

12. কোন নদীর ওপর নাগার্জুন সাগর প্রোজেক্ট অবস্থিত?

উত্তর:- কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ

13. কোন নদীটি কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত?

উত্তর:- ঝিলম

14. পর্যায়িত নদীর ধারনাটি কে দিয়েছেন?

উত্তর:- গিলবার্ট

15. সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর:- শ্রীহরিকোটা

16. ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি?

উত্তর:- ডিগবয়

18. ভারতে কার্পাস চাষ সব থেকে ভালাে কোন মৃত্তিকায়?

উত্তর:- কৃষ্ণ মৃত্তিকায়

19. পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম পােতাশ্রয় দেখা যায়?

উত্তর:- নিউ ম্যাঙ্গালোর

20. বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্পের ঘনীভবন নির্ভর করে কীসের ওপর?

উত্তর:- তাপমাত্রা।