ভূগোল মকটেস্ট প্রশ্নোত্তর | Geography Mock Test in Bengali

ভূগোল মকটেস্ট প্রশ্নোত্তর | Geography Mock Test in Bengali

1. বৃষ্টিচ্ছায়া অঞ্চল দেখা যায় পর্বতের কোন অংশে?

উত্তর:- অনুবাত ঢাল বরাবর

2. চম্বল নদী কোন নদীর উপনদী?

উত্তর:- যমুনা

3. দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ -এর নাম কী?

উত্তর:- আনাইমুদি

4. কোন নদীর উপরে পং বাঁধ গড়ে উঠেছে?

উত্তর:- বিপাশা

5. ‘দক্ষিন ভারতের কাশী’ নামে পরিচিত কোন শহর?

উত্তর:- মাদুরাই

6. কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়??

উত্তর:- কোশী

7. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তর:- স্যাডেল শৃঙ্গ

8. মণিপুরের রাজধানীর নাম কী?

উত্তর:- মণিপুর

9. কোন রাজ্যটিকে ভারতের “মশলার বাগান” বলা হয়?

উত্তর:- কেরালা

10. ভারতের কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি?

উত্তর:- বিহার

11. ভারতে অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উত্তর:- দেরাদুন

12. কোন রাজ্যটি ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠন করা হয়েছে?

উত্তর:- মধ্যপ্রদেশ

13. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?

উত্তর:- সিয়াচেন

14. ‘ভারতের রূঢ়’ নামে পরিচিত কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র?

উত্তর:- দুর্গাপুর

15. মৃতের সাগরে সঞ্চিত আছে কোনটি?

উত্তর:- ব্রোমাইন

16. হুগলি নদী অববাহিকা কোন শিল্পের জন্য বিখ্যাত?

উত্তর:- পাট শিল্প।

17. ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় কোনটি?

উত্তর:- পরেশ নাথ

18. কোলেরু হ্রদ কোন দুই নদীর মধ্যে অবস্থিত?

উত্তর:- গোদাবরী ও কৃষ্ণার মধ্যে

19. দক্ষিন ভারতের শস্যভান্ডার বলা হয় কাকে?

উত্তর:- তামিলনাড়ু উপকূলকে

20. ক্রান্তীয় তৃনভূমির উদাহরণ দাও।

উত্তর:- ল্যানোস।