প্রাইমারী টেট মকটেস্ট প্রশ্নোত্তর | West Bengal Primary TET Mock Test

প্রাইমারী টেট মকটেস্ট প্রশ্নোত্তর | West Bengal Primary TET Mock Test

1. পক্ষী বিষয়ক বিদ্যাকে কি বলা হয়ে থাকে?

উত্তর:- অরনিথোলজি

2. “ক্লাব অফ রোম” কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল?

উত্তর:- 1968 সালে

3. পোলিওমাইলাইটিস রোগের কারণ কি উল্লেখ করো?

উত্তর:- ভাইরাস

4. চার্লস ডারউইন কে ছিলেন?

উত্তর:- বিবর্তনবাদের প্রবক্তা

5. 60 এবং 75 এর মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো?

উত্তর:- 272

6. সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?

উত্তর:- চিপকো আন্দোলন

7. কোনটি সাবান শিল্পে ব্যবহৃত হয়?

উত্তর:- কস্টিক সোডা

8. ‘বৃষ্টি’ -এর পদ পরিবর্তন করুন।

উত্তর:- বর্ষিত

9. ______dogs do not bite. (Gerunds)

উত্তর:- barking

10. Danger (Select the proper prefix)

উত্তর:-  “en”

11. গ্রানাইট শিলার রূপান্তরিত রূপ কী?

উত্তর:- নাইস

12. রিপাবলিক- এই গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- প্লেটো

13. Change the gender “cow” –

উত্তর:-  oxen.

14. He came ____ high family.

উত্তর:-  of

15. বাংলা হরফ কে তৈরী করেন?

উত্তর:- পঞ্চানন কর্মকার

16. দুটি সংখ্যার সমষ্টি 200 এবং গ.সা.গু. 25 এরূপ সংখ্যা হতে পারে কত জোড়া?

উত্তর:- দুই জোড়া

17. জীবাশ্ম জ্বালানি থেকে কোন গ্যাস উৎপন্ন হয়?

উত্তর:- কার্বন ডাই অক্সাইড

18. কোনটি অর্জিত প্রেষনার অংশ নয়?

উত্তর:- যৌন প্রেষণা

19. 3 : 5 এর triplicate অনুপাত কত হবে?

উত্তর:- 27 : 125

20. 5 জন লোকের ওজন যথাক্রমে 55.2 কেজি, 57.5 কেজি, 60 কেজি, 45.4 কেজি ও 50 কেজি, তাদের গড় ওজন কত কেজি হবে?

উত্তর:- 53.62 কেজি।