ফুড সাব ইন্সপেক্টর গুরুত্বপূর্ণ মকটেস্ট | WBPSC Food Sub Inspector Practice Set in Bengali

ফুড সাব ইন্সপেক্টর গুরুত্বপূর্ণ মকটেস্ট | WBPSC Food Sub Inspector Practice Set in Bengali

1. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো?

উত্তর:- সিধু

2. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন?

উত্তর:- বল্লাল সেন

3. সোডিয়াম কে কিসের মধ্যে সংরক্ষণ কে রাখা হয়?

উত্তর:- কেরোসিন

4. টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উত্তর:- দার্জিলিং

5. জনসংখ্যা সংক্রান্ত বিজ্ঞান চর্চাকে কি বলা হয়ে থাকে?

উত্তর:- ডেমোলজি

6. সর্বভারতীয় কিষান সভার সম্পাদক কে ছিলেন?

উত্তর:- স্বামী সহজানন্দ সরস্বতী

7. “এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা” -এইটি কার নীতি?

উত্তর:- হিটলার

8. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোন হিমবাহ থেকে?

উত্তর:- জেমু

9. কোন দেশটি রেইনবো নেশন নামে পরিচিত?

উত্তর:- দক্ষিণ আফ্রিকা

10. আলোক বর্ষ কীসের একক?

উত্তর:- দূরত্বের একক

11. মহাকাশে উড়া প্রথম মানুষের নাম কী?

উত্তর:- ইউরি গ্যাগারিন

12. পি এন ঠাকুর কার ছদ্মনাম ছিল?

উত্তর:- রাসবিহারী বসু

13. কোনটি নোবেল গ‍্যাসের উদাহরণ নয়?

উত্তর:- হাইড্রোজেন

14. ভারতের জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান কে?

উত্তর:- রাষ্ট্রপতি

15. দক্ষিণ ভারতের একটি পূর্ব বাহিনী নদীর নাম উল্লেখ করো?

উত্তর:- কাবেরী

16. 1987 সালের 16 সেপ্টেম্বর সম্পাদিত পরিবেশ সংক্রান্ত চুক্তি কি নামে পরিচিত?

উত্তর:- মন্ট্রিল চুক্তি

17. ভারতের নৌ একাডেমি কোথায় অবস্থিত?

উত্তর:- কেরালা

18. “মিডনাইট চিল্ড্রেন” বইটির লেখক কে?

উত্তর:- সালমান রুশদি

19. কোবাল্ট এর অভাব কোন ভিটামিনের অভাবের কারণ?

উত্তর:- ভিটামিন B12

20. নবান্ন নাটকটি কার লেখা?

উত্তর:- বিজন ভট্টাচার্য।