ফুড সাব-ইন্সপেক্টর জিকে মকটেস্ট | Food SI GK Mock Test in Bengali
1. “করেঙ্গে ইয়া মরেঙ্গে” এটি কোন আন্দোলনের মন্ত্র ছিল?
উত্তর:- ভারতছাড়
2. উদ্ভিদ দেহে পরিবহনের মাধ্যম কোনটি?
উত্তর:- জল
3. ভারতের জনপ্রিয় একটি সংবাদপত্র “দৈনিক ভাস্কর” কোন ভাষায় প্রকাশিত হয়?
উত্তর:- হিন্দি
4. পশ্চিমবঙ্গে মোট কতগুলো জাতীয় উদ্যান রয়েছে?
উত্তর:- ৬ টি
5. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার “বন্দেমাতরম” গানটি গাওয়া হয়েছিল?
উত্তর:- 1896 অধিবেশনে
6. আরব সাগরের রানী বলা হয় নিম্নের কোন শহরটিকে?
উত্তর:- কোচি
7. 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়নি?
উত্তর:- পাঞ্জাব
8. কোন দেশকে বায়ুকলের দেশ বলা হয়ে থাকে?
উত্তর:- নেদারল্যান্ডস
9. “ভারতের রোম” বলা হয় কোন শহরকে?
উত্তর:- দিল্লী
10. দক্ষিণের ব্রিটেন বলা হয় কোন দেশকে?
উত্তর:- নিউজিল্যান্ড
11. ভারতের কার্পাস গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর:- নাগপুর
12. কোন ব্যক্তিত্বের সমাধিস্থলের নাম সমতাস্থল?
উত্তর:- জগজীবন রাম
13. ভারতের উচ্চতম হ্রদ “ছো লামো” – কোন রাজ্যের মধ্যে অবস্থিত?
উত্তর:- সিকিম
14. ‘কে আর নারায়ন’ -এর সমাধিস্থলের নাম কি?
উত্তর:- উদয়ভূমি
15. “ভারতছাড়ো” আন্দোলন শুরু হয়েছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- 1942 খ্রীস্টাব্দে
16. কোন বছরে কংগ্রেস মন্ত্রিসভার প্রদেশ গুলিতে কাজ শুরু করেছিল?
উত্তর:- 1937 খ্রীস্টাব্দে
17. উদ্ভিদ কোন পদ্ধতিতে মাটি থেকে জল শোষণ করে?
উত্তর:- অভিস্রবণ
18. কাকে নিউক্লিয় পদার্থবিদ্যার জনক বলা হয়ে থাকে?
উত্তর:- আর্নেস্ট রাদারফোর্ড
19. “সানডে টাইমস” – কোন দেশের বিখ্যাত সংবাদপত্র?
উত্তর:- দক্ষিণ আফ্রিকা
20. ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অনুবিক্ষণিক সংখ্যালঘিষ্ট অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্য কে পোষণ করেছিলেন?
উত্তর:- লর্ড ডাফরিন।