5th October 2023 Current Affairs in Bengali Quiz | 5th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 5th October 2023 Current Affairs in Bengali Quiz | 5th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 5th October 2023 Current Affairs in Bengali Quiz | 5th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

5th October 2023 Current Affairs in Bengali Quiz | 5th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “বিশ্ব শিক্ষক দিবস” (World Teachers Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 5th অক্টোবর

2. কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ICC 2023 সালের ODI বিশ্বকাপের “Global Ambassador” হিসেবে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- শচীন টেন্ডুলকার

3. সম্প্রতি ‘বেস্ট ট্যুরিজম ভিলেজ 2023’ অ্যাওয়ার্ড জিতেছে ‘কংথং’ গ্রামটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তর:- মেঘালয়

4. সম্প্রতি প্রয়াত “M.S. ShamiNathan” কোন বিপ্লবের জনক নামে পরিচিত ছিলেন?

উত্তর:- সবুজ বিপ্লব

5. ভারত সম্প্রতি কোন দেশের সাথে “Social Security Agreement” স্বাক্ষর করলো?

উত্তর:- আর্জেন্টিনা

6. ভারতে প্রথম “Cartography Museum” তৈরি হতে চলেছে কোন শহরে?

উত্তর:- মাইসোর

7. এশিয়ান গেমসের ইতিহাসে কে প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসেবে জ্যাভলিন নিক্ষেপে স্বর্ণপদক জিতেছেন?

উত্তর:- আন্নু রানী (Annu Rani).

8. সম্প্রতি কোন সংস্থা ‘ইন্ডিয়া এজিং রিপোর্ট 2023’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে?

উত্তর:- UNFPA

9. 2023 সালের রসায়নে কতজন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন?

উত্তর:- 3

10. 2023 সালে কোন দেশ ‘বার্ষিক IAEA সাধারণ সম্মেলন’ আয়োজন করেছে?

উত্তর:- অস্ট্রিয়া।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।