3rd October 2023 Current Affairs in Bengali Quiz | 3rd অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 3rd October 2023 Current Affairs in Bengali Quiz | 3rd অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd October 2023 Current Affairs in Bengali Quiz | 3rd অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

3rd October 2023 Current Affairs in Bengali Quiz | 3rd অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি প্রকাশিত “Economic Freedom of The World Index 2023″ -এ ভারতের স্থান কত তম?

উত্তর:- 87 তম

2. কোন দেশের কাছে ভারত “G20 Presidency 2023” হস্তান্তর করেছে?

উত্তর:- ব্রাজিল

3. কোন রাজ্য সরকার সম্প্রতি “মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অভিযান প্রকল্প” চালু করেছে?

উত্তর:- আসাম

4. সম্প্রতি কোন দেশে “আন্তর্জাতিক আইনজীবী সম্মেলন 2023” অনুষ্ঠিত হলো?

উত্তর:- ভারত

5. ভারতের প্রথম “ট্রাফিক আলো মুক্ত শহর” হিসেবে চিহ্নিত হলো কোনটি?

উত্তর:- কোটা

6. সম্প্রতি কোন রাজ্যে পৃথিবীর সবচেয়ে পুরানো দেবদারু গাছের সন্ধান মিলেছে?

উত্তর:- জম্মু-কাশ্মীর

7. কোন রাজ্যের রাজ্যপাল সম্প্রতি “কলা ক্রান্তি মিশন” এর সূচনা করেছেন?

উত্তর:- পশ্চিমবঙ্গ

8. 2027 সালে অনুষ্ঠিত হতে চলা “International Congress on the Chemistry of Cement” (ICCC) এর আয়োজক দেশ কোনটি?

উত্তর:- ভারত

9. সম্প্রতি কোন দেশ “Merkava Mark 5” নামে যুদ্ধ কামান লঞ্চ করেছে?

উত্তর:- ইজরায়েল

10. সম্প্রতি কোন দেশ “হাইকুন” নামে দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন লঞ্চ করেছে?

উত্তর:- তাইওয়ান।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।