জেনারেল স্টাডিস প্রশ্নোত্তর | General Studies MCQ Questions Answers PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি General Studies MCQ Questions Answers PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জেনারেল স্টাডিস প্রশ্নোত্তর | General Studies MCQ Questions Answers PDF

জেনারেল স্টাডিস প্রশ্নোত্তর | General Studies MCQ Questions Answers PDF

PDF -এর কিছু নমুনা দেওয়া হলো:-

1. পন্ডিত লাচু মহারাজ কোন বাদ্যযন্ত্রের সহিত যুক্ত ছিলেন?

উত্তর:- তবলা।

2. কোন্ বিশেষ প্রাণী মুখ দ্বারা মল ত্যাগ করে?

উত্তর:- বাদুড়।

3. ‘কড়ি দিয়ে কিনলাম’ এই উপন্যাসটি কার লেখা?

উত্তর:- বিমল মিত্র।

4. সংবাদ শিরোনামে আসা ‘মিলান’ শহরটি কোন দেশে অবস্থিত?

উত্তর:- ইতালি।

5. আলােক তরঙ্গ একপ্রকার কি ধরনের তরঙ্গ?

উত্তর:- তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।

6. মানব মস্তিষ্কে অবস্থিত সেরিব্রাল হেমিস্ফিয়ারের ফন্ড দুটি কি দ্বারা যুক্ত থাকে?

উত্তর:- করপাস কলােসাম।

7. আয়ােডিনের অভাব জনিত কারণে মানব শরীরে কোন্ ব্যাধি হয়?

উত্তর:- গলগন্ড।

8. ‘ন্যাশানাল ইনস্টিটিউট অব নিউট্রিশন’ কোন স্থানে অবস্থিত?

উত্তর:- হায়দরাবাদে।

9. মানুষের বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝখানে কোন পেশী থাকে?

উত্তর:- ডায়াফ্রাম।

10. বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- ২৪ অক্টোবর।

11. কোন খেলার সঙ্গে “রোভার্স কাপ” যুক্ত?

উত্তর:- ফুটবল।

12. কৃষ্ণা নদীর উপনদী গুলির নাম উল্লেখ করো?

উত্তর:- বীমা, কয়লা ও ঘাটপ্রভা।

13. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর তৈরি হয়েছে?

উত্তর:- নর্মদা।

14. যদুগোড়া খনি থেকে কি উত্তোলন করা হয়?

উত্তর:- ইউরেনিয়াম।

15. সূর্যের মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে?

উত্তর:- হাইড্রোজেন।

16.ভারতে ‘মনসবদারী প্রথা’ কে চালু করেছিলেন?

উত্তর:- আকবর।

17. “Six machine: I don’t like cricket.. I love it” এটি কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী?

উত্তর:- ক্রিস গেইল।

18. ‘অযোধ্যা’ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর:- সরযু।

19. বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:- ওয়াশিংটন, আমেরিকা।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Details:-

File Name:-  General Studies MCQ Questions Answers PDF  [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।