Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Important General Knowledge in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Important General Knowledge in Bengali।
গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Important General Knowledge in Bengali
PDF -এর কিছু নমুনা দেওয়া হলো:-
1. কোন প্রণালী দক্ষিণ আন্দামানকে উত্তর আন্দামান থেকে পৃথক করে রেখেছে?
উত্তর:- ডানকান প্রণালী।
2. গোয়া রাজ্যটি কবে একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়?
উত্তর:- 1987 খ্রিস্টাব্দে।
3. তেলেঙ্গানা রাজ্য কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উত্তর:- 2014 খ্রিস্টাব্দের 2রা জুন।
4. কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ
5. মেঘালয় মালভূমির উচ্চতম অংশটি কী নামে পরিচিত?
উত্তর:- শিলং।
5. পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা কোন পর্বতে যুক্ত হয়েছে?
আরও পড়ুন:-
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
উত্তর:- নীলগিরি পর্বত।
6. ছত্রিশগড় রাজ্য কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উত্তর:- 2000 সালের 1লা নভেম্বর।
7. কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্যটি গঠিত হয়েছে?
উত্তর:- মধ্যপ্রদেশ
8. উত্তরাখণ্ড রাজ্য কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উত্তর:- 2000 সালের 9ই নভেম্বর।
9. কোন রাজ্য ভেঙে উত্তরাখণ্ড রাজ্যটি গঠিত হয়েছে?
উত্তর:- উত্তরপ্রদেশ
10. ঝাড়খন্ড রাজ্য কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উত্তর:- 2000 সালের 15 ই নভেম্বর।
11. কোন রাজ্য ভেঙে ঝাড়খন্ড রাজ্যটি গঠিত হয়েছে?
উত্তর:- বিহার
12. ভারতের দুটি জীব-বৈচিত্র্য উষ্ণ কেন্দ্রের নাম উল্লেখ করো।
উত্তর:- পূর্ব হিমালয় ও পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল।
13. কোদাইকানাল নামক হিল স্টেশনটি কোথায় অবস্থিত?
উত্তর:- তামিলনাড়ুর পালানি হিল।
14. বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালন করা হয়?
উত্তর:- ১১ জুলাই।
15. হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়?
উত্তর:- ১৫৭৬ সালে।
16. পূর্ব ও মধ্য রেলের সদর দপ্তরটি কোন স্থানে অবস্থিত?
উত্তর:- হাজীপুর।
17. ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?
উত্তর:- ইন্দিরা গান্ধীর খাল।
18. পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সিদ্ধান্তের চূড়ান্ত সম্মতি কোন বিভাগ প্রদান করে?
উত্তর:- জাতীয় উন্নয়ন পরিষদ।
19. নীল নদের উৎসস্থল কী?
উত্তর:- ভিক্টোরিয়া হ্রদ।
20. রসায়ন বিদ্যার জনক কে?
উত্তর:- রবার্ট বয়েল।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Important General Knowledge in Bengali PDF [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।