12th September 2023 Current Affairs in Bengali Quiz | 12th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 12th September 2023 Current Affairs in Bengali Quiz | 12th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th September 2023 Current Affairs in Bengali Quiz | 12th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

12th September 2023 Current Affairs in Bengali Quiz | 12th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. 12th সেপ্টেম্বর 2023 লাদাখের নিওমায় বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ারফিল্ডের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করলেন কে?

উত্তর:- প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

2. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা “International Trade Show” হোস্ট করবে কোন রাজ্য?

উত্তর:- উত্তরপ্রদেশ

3. সম্প্রতি কোথায় ২৭ ফুট নটরাজের মূর্তি স্থাপন করা হয়েছে?

উত্তর:- নিউ দিল্লি

4. সম্প্রতি অনুষ্ঠিত US Open 2023 -এ প্রথম মহিলা হিসেবে কে একক শিরোপা জিতেছে?

উত্তর:- কোকো গফ

5. 2022 সালের শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের জন্য কতজন বিজ্ঞানীকে নির্বাচিত করা হয়েছে?

উত্তর:- 12 জন।

6. নতুন দিল্লী G20 সম্মেলনের সময় কোন সংস্থাকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর:- আফ্রিকান ইউনিয়ন (African Union)

7. কোন দল SAFF অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপ 2023 এর শিরোপা জিতেছে?

উত্তর:- ভারত

8. এশিয়ান কোস্ট গার্ড সংস্থার প্রধানদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো?

উত্তর:- ইস্তাম্বুল

9. নয়াদিল্লি G20 সম্মেলনের সময় ভারত কোন দেশের কাছে G20 এর সভাপতিত্ব হস্তান্তর করেছে?

উত্তর:- ব্রাজিল

10. নোভাক জোকোভিচ, যিনি US Open 2023 পুরুষদের একক শিরোপা জিতেছেন, তিনি কোন দেশের খেলোয়াড়?

উত্তর:- সার্বিয়া (Serbia).

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।