7th September 2023 Current Affairs in Bengali Quiz | 7th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 7th September 2023 Current Affairs in Bengali Quiz | 7th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th September 2023 Current Affairs in Bengali Quiz | 7th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

7th September 2023 Current Affairs in Bengali Quiz | 7th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন রাজ্য সরকার  ‘মুখ্যমন্ত্রী মেধাবী ছাত্র আন্দোলন যোজনা (MMSPY)’ চালু করেছে?

উত্তর:- ওড়িশা

2. ভারতের প্রথম UPI ATM কোন পেমেন্ট পরিষেবা চালু করেছে?

উত্তর:- হিটাচি পেমেন্ট সার্ভিসেস (Hitachi Payment Services).

3. ভারতের প্রথম সৌর নগরীর তকমা পেল কোনটি?

উত্তর:- সাঁচি (Sanchi)

4. ব্রিস ওলিগুই এনগুয়েমা (Brice Oligui Nguema) সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন?

উত্তর:- গ্যাবন

5. কোন দেশের রাষ্ট্রপতি 2023 সালের G20 শীর্ষ সম্মেলনে অনুপস্থিত থাকবেন?

উত্তর:- রাশিয়া

6. ভারতের সভাপতিত্বে 2023 সালের G20 শীর্ষ সম্মেলনের থিম কী?

উত্তর:- “এক পৃথিবী-একটি পরিবার-একটি ভবিষ্যত” (“One Earth-One Family-One Future”)

7. আগস্ট 2023 -এ মোট GST সংগ্রহের পরিমাণ কত?

উত্তর:- ১.৫৯ লক্ষ কোটি টাকা

8. সম্প্রতি কোন দেশ অক্টোবর মাসকে ‘Hindu Heritage Month’ হিসাবে ঘোষণা করলো?

উত্তর:- জর্জিয়া

9. সম্প্রতি কোন দেশ “Islamic Banking Pilot Program” প্রোগ্রাম চালু করেছে?

উত্তর:- রাশিয়া

10. কোন শহর ‘আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনের’ আয়োজন করেছে?

উত্তর:- গোয়ালিয়র।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।