4th September 2023 Current Affairs in Bengali Quiz | 4th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 4th September 2023 Current Affairs in Bengali Quiz | 4th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th September 2023 Current Affairs in Bengali Quiz | 4th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

4th September 2023 Current Affairs in Bengali Quiz | 4th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি Centuary Mattress কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- পি.ভি. সিন্ধু

2. প্রথমবার Global AI Summit 2023 কোন দেশ হোস্ট করতে চলেছে?

উত্তর:- ভারত

3. সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের মাসিক ২০০০ টাকা করে আর্থিক সহায়তা করতে ‘Gruha Lakshmi’ নামক প্রকল্প চালু করেছে?

উত্তর:- কর্ণাটক

4. সম্প্রতি Railway Board -এর প্রথম মহিলা CEO ও চেয়ারপারসন পদে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- জয়া বর্মা

5. সম্প্রতি কোন কোম্পানি ‘ভারতের প্রথম কেরোসিন-অক্সিজেন চালিত রকেট’ প্রস্তুত করেছে?

উত্তর:- Agnikul Cosmos

6. সম্প্রতি কোন রাজ্য সরকার “বিধায়ক ক্ষেত্র বিকাশ নিধি যোজনা” চালু করেছে?

উত্তর:- Himachal Pradesh

7. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা ‘নবম ইন্টারন্যাশনাল মিলিটারি-টেকনিক্যাল ফোরাম’ -এর আয়োজক দেশ কোনটি?

উত্তর:- China

8. ভারতের কোন রাজ্যে প্রথম Aadhaar linked birth registration শুরু হয়েছে?

উত্তর:- নাগাল্যান্ড

9. ভারত সম্প্রতি কোন দেশের সাথে “Open Sky Policy” -র উপর MoU চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- নিউজিল্যান্ড

10. কোন দিনটিতে পশ্চিমবঙ্গে “পুলিশ দিবস” পালন করা হয়ে থাকে?

উত্তর:- ১লা সেপ্টেম্বর।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।