12th August 2023 Current Affairs in Bengali Quiz | 12th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 12th August 2023 Current Affairs in Bengali Quiz | 12th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th August 2023 Current Affairs in Bengali Quiz | 12th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

12th August 2023 Current Affairs in Bengali Quiz | 12th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন অভিনেত্রী “Diversity in Cinema Award” দ্বারা সম্মানিত হলেন?

উত্তর:- মরুনাল ঠাকুর

2. সম্প্রতি ভারত কোন দেশের থেকে এয়ার ফোর্স স্পাইক মিসাইল নিয়েছে?

উত্তর:- ইজরায়েল

3. সম্প্রতি কোন রাজ্য সরকার 19 টি নতুন জেলা তৈরির প্রস্তাব অনুমোদন করলো?

উত্তর:- রাজস্থান

4. সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান Tesla কোম্পানির নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিযুক্ত হলেন?

উত্তর:- বৈভব তানেজা

5. সম্প্রতি কোন রাজ্য অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপনের জন্য সেরা রাজ্যের পুরস্কার পেল কে?

উত্তর:- তামিলনাড়ু

6. সম্প্রতি কে আফ্রিকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য Global Leader Award 2023 পেলেন?

উত্তর:- জয়েশ সৈনি

7. সম্প্রতি কে “World Professional Wrestling Hub” -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত হলেন কে?

উত্তর:- সংগ্রাম সিং

8. সম্প্রতি কোন রাজ্য সরকার “One District One Product” স্কিমের রূপায়ণ করলো?

উত্তর:- গুজরাট

9. সম্প্রতি কোন ভারতীয় তীরন্দাজ সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন?

উত্তর:- অদিতি গোপীচাদ স্বামী

10. সম্প্রতি উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হলেন?

উত্তর:- শুভাশীষ তালাপাত্র।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।