জেল পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর | Jail Police Exam Questions Answers in Bengali | Part-15

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Jail Police Exam Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জেল পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর | Jail Police Exam Questions Answers in Bengali

জেল পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর | Jail Police Exam Questions Answers in Bengali

1. বেসবলে, এক দলে কতজন খেলোয়াড় থাকে?

উত্তর:- নয়টি

2. স্নুকার খেলায় খেলার শুরুতে টেবিলে কয়টি বল থাকে?

উত্তর:- 22

3. কোন ব্র্যান্ড 2016 রিও অলিম্পিকে ভারতীয় দলটির আনুষ্ঠানিক স্পনসর ছিল?

উত্তর:- আমুল

4. FIFA এর পূর্ণরূপ কি?

উত্তর:- ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন।

5. একটি টেস্ট ম্যাচের সময়কাল কত?

উত্তর:- ৫ দিন

6. তাজিকিস্তানের জাতীয় খেলা কি?

উত্তর:- কুস্তি

7. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?

উত্তর:- নাইট্রোজেন

9. বায়ুমণ্ডলের স্থায়ী উপাদান কোনটি?

উত্তর:- জলীয় বাষ্প

10. পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়

উত্তর:- বিকিরণ দ্বারা

11. বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বড়?

উত্তর:-  আর্গন

12. কোন গ্যাস গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী?

উত্তর:- কার্বন ডাই অক্সাইড (CO2)

13. কোন গ্যাস সূর্যের তীব্র রশ্মিতে ঝলসে যাওয়া থেকে আমাদের রক্ষা করে?

উত্তর:-  ওজোন

14. পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত ইনফ্রারেড বিকিরণ শোষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির প্রক্রিয়াকে কী বলে?

উত্তর:-  গ্রিন হাউজের প্রভাব

15. বায়ুমন্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?

উত্তর:- 78%

16. ভূপৃষ্ঠ থেকে ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত?

উত্তর:-  14 কিমি

17. কোন স্তরকে পরিচলন অঞ্চলও বলা হয়?

উত্তর:-  ট্রপোস্ফিয়ার

18. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর:-  10 ডিসেম্বর

19. কোন দেশের অধিকাংশ দেশের সাথে তার স্থল সীমান্ত ভাগ করে নেয়?

উত্তর:-  চীন

20. বায়ুর চাপ, ঝড়ের তীক্ষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

উত্তর:- ব্যারোমিটার।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।