পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর | WBP Exam GK in Bengali | Part-11

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি WBP Exam GK in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর | WBP Exam GK in Bengali

পুলিশ পরীক্ষার প্রশ্নোত্তর | WBP Exam GK in Bengali

1. সিংহের কান্না কাকে বলে?

উত্তর:- গর্জন

2. ছানি কীসের রোগ?

উত্তর:- চোখ

3. আলবার্ট আইনস্টাইন কে ছিলেন?

উত্তর:- আলবার্ট আইনস্টাইন একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন।

4. উত্তরাখন্ডের রাজধানী কি?

উত্তর:-  দেরাদুন

5. পৃথিবীর সমষ্টিগতভাবে গ্যাসের স্তরকে বলে —?

উত্তর:- বায়ুমণ্ডল

6. কোন অঙ্গ আমাদের রক্ত ​​বিশুদ্ধ করে?

উত্তর:- কিডনি

7. একটি নবজাতক শিশুর কয়টি হাড় থাকে?

উত্তর:- 300

8. পেনিসিলিন কে আবিস্কার করেন?

উত্তর:- আলেকজান্ডার ফ্লেমিং

9. কম্পিউটার কে আবিষ্কার করেন?

উত্তর:- চার্লস ব্যাবেজ

10. আমাদের সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?

উত্তর:- মঙ্গলগ্রহ

11. সাইকেল কে আবিস্কার করেন?

উত্তর:- কার্কপ্যাট্রিক ম্যাকমিলান

12. বিছানা তৈরিতে ব্যবহৃত কোন জনপ্রিয় উপাদান নারকেলের ভুসি থেকে পাওয়া যায়?

উত্তর:- কয়ার

13. ভারতের জাতীয় পাখি কোনটি?

উত্তর:- ভারতীয় ময়ূর

14. ভারতের জাতীয় ফুল কি?

উত্তর:- লোটাস (নেলুম্বো নুসিফেরা গার্টেন)

15. ভারতের জাতীয় গাছ কোনটি?

উত্তর:- বারগাদ (Ficus benghalensis)

16. ভারতের জাতীয় সঙ্গীত কি?

উত্তর:- জন গণ মন

17. ভারতের জাতীয় গান কোনটি?

উত্তর:- বন্দে মাতরম

18. ভারতের জাতীয় স্লোগান কি?

উত্তর:- সত্যমেব জয়তে

19. ভারতের জাতীয় পতাকায় কত রং আছে?

উত্তর:- তিরঙ্গা

20. ভারতের জাতীয় নদী কি?

উত্তর:- গঙ্গা

21. ভারতের জাতীয় প্রাণীর নাম কি?

উত্তর:- বাঘ (প্যানথেরা টাইগ্রিস লিনিয়াস)

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।