Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 100 Easy General Knowledge Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জেনারেল নলেজ প্রশ্নোত্তর | 100 Easy General Knowledge Questions and Answers।
জেনারেল নলেজ প্রশ্নোত্তর | 100 Easy General Knowledge Questions and Answers
- ভারতে হকির জাদুকর কাকে বলা হয়?
উত্তরঃ মেজর ধ্যানচাঁদ।
- প্রথম ভারতীয় চলচ্চিত্রটির নাম কী?
উত্তরঃ রাজা হরিশচন্দ্র।
- ভারতের প্রথম টকি ফিল্ম কোনটি?
উত্তরঃ আলম আরা।
- ভারতের প্রথম রঙিন চলচ্চিত্রটির নাম কী?
উত্তরঃ কৃষক মেয়ে।
- ভারতে প্রথম চলচ্চিত্র কোথায় প্রদর্শিত হয়েছিল?
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
1000+ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- Click Here
উত্তর: ওয়াটসন হোটেল, মুম্বাই।
- ভারতে নির্মিত প্রথম ইংরেজি চলচ্চিত্রটির নাম কী?
উত্তরঃ নূর জাহান।
- ভারতের প্রথম সিনেমা হল কোথায় গড়ে উঠেছিল?
উত্তরঃ এলফিনস্টোন পিকচার প্যালেস, কলকাতা।
- 70 MM ভারতে নির্মিত প্রথম ভারতীয় চলচ্চিত্রটির নাম কী?
উত্তরঃ শোলে।
- প্রথম ভারতীয় 3D চলচ্চিত্রটির নাম কী?
উত্তরঃ ছোট চেতন।
- ভারতীয় সিনেমা জগতের সবচেয়ে দীর্ঘস্থায়ী থিয়েটার ফিল্ম কোনটি?
উত্তর: দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে।
- ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়ে থাকে?
উত্তরঃ দাদাসাহেব ফালকে।
- ভারতের পরিবেশ শিক্ষা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?
উত্তরঃ গুজরাট।
- বন মহোৎসব প্রথম কে শুরু করেছিলেন?
উত্তরঃ কানহাইয়ালাল মানিকলাল মুন্সী।
- বায়ুমণ্ডলে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তরঃ নাইট্রোজেন।
- ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
- বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়ে থাকে?
উত্তরঃ ৫ জুন।
- পরিবেশের সুরক্ষা কবজ বলা হয় কাকে?
উত্তরঃ ওজোন স্তর।
- ভারতের জাতীয় পরিবেশ গবেষণা কেন্দ্র কোন শহরে অবস্থিত?
উত্তরঃ নাগপুর।
- ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
উত্তরঃ দেরাদুন।
- বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন রশ্মির প্রভাব থেকে আমাদের রক্ষা করে?
উত্তরঃ অতিবেগুনি রশ্মি।
- ভারত সরকার কত সালে পরিবেশ বিভাগ প্রতিষ্ঠা করেছিল?
উত্তর: 1980 সালে
- সাধারণ জ্ঞান কাকে বলা হয়?
উত্তর: যেকোনো বিষয়ে যথাযথভাবে জ্ঞান অর্জন করে জ্ঞানের ভান্ডার বৃদ্ধি হলে তাকে সাধারণ জ্ঞান বলে।
- সাধারণ জ্ঞানে কী আসে?
উত্তর: সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে বিশ্ব, ভারত, ইতিহাস, ভূগোল, রাজনীতি, বিজ্ঞান, অর্থনীতি, শিল্প, সাহিত্য, খেলাধুলা, বিনোদন, ফ্যাশন, পরিবেশ, ধর্ম ইত্যাদি।
- সাধারণ জ্ঞানের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন?
উত্তর: আপনি বই, সংবাদপত্র, রেডিও, টিভি, ইন্টারনেট ইত্যাদি থেকে সাধারণ জ্ঞানের জন্য প্রস্তুতি নিতে পারেন।
- কিভাবে আপনার জ্ঞান বাড়াবেন?
উত্তর : অধিক অধ্যায়ন ও অভিজ্ঞতা দ্বারা জ্ঞান বাড়ানো যায়।
- সাধারণ জ্ঞানকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তরঃ সাধারণ জ্ঞানকে ইংরেজিতে General Knowledge এবং সংক্ষেপে GK বলে।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।