100+ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | 100 Easy General Knowledge Questions and Answers | Part-6

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 100 Easy General Knowledge Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জেনারেল নলেজ প্রশ্নোত্তর | 100 Easy General Knowledge Questions and Answers

জেনারেল নলেজ প্রশ্নোত্তর | 100 Easy General Knowledge Questions and Answers

  1. ভারতে হকির জাদুকর কাকে বলা হয়?

উত্তরঃ মেজর ধ্যানচাঁদ।

  1. প্রথম ভারতীয় চলচ্চিত্রটির নাম কী?

উত্তরঃ রাজা হরিশচন্দ্র।

  1. ভারতের প্রথম টকি ফিল্ম কোনটি?

উত্তরঃ আলম আরা।

  1. ভারতের প্রথম রঙিন চলচ্চিত্রটির নাম কী?

উত্তরঃ কৃষক মেয়ে।

  1. ভারতে প্রথম চলচ্চিত্র কোথায় প্রদর্শিত হয়েছিল?

উত্তর: ওয়াটসন হোটেল, মুম্বাই।

  1. ভারতে নির্মিত প্রথম ইংরেজি চলচ্চিত্রটির নাম কী?

উত্তরঃ নূর জাহান।

  1. ভারতের প্রথম সিনেমা হল কোথায় গড়ে উঠেছিল?

উত্তরঃ এলফিনস্টোন পিকচার প্যালেস, কলকাতা।

  1. 70 MM ভারতে নির্মিত প্রথম ভারতীয় চলচ্চিত্রটির নাম কী?

উত্তরঃ শোলে।

  1. প্রথম ভারতীয় 3D চলচ্চিত্রটির নাম কী?

উত্তরঃ ছোট চেতন।

  1. ভারতীয় সিনেমা জগতের সবচেয়ে দীর্ঘস্থায়ী থিয়েটার ফিল্ম কোনটি?

উত্তর: দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে।

  1. ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়ে থাকে?

উত্তরঃ দাদাসাহেব ফালকে।

  1. ভারতের পরিবেশ শিক্ষা কেন্দ্র কোথায় গড়ে উঠেছে?

উত্তরঃ গুজরাট।

  1. বন মহোৎসব প্রথম কে শুরু করেছিলেন?

উত্তরঃ কানহাইয়ালাল মানিকলাল মুন্সী।

  1. বায়ুমণ্ডলে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি?

উত্তরঃ নাইট্রোজেন।

  1. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে?

উত্তরঃ মধ্যপ্রদেশ।

  1. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়ে থাকে?

উত্তরঃ ৫ জুন।

  1. পরিবেশের সুরক্ষা কবজ বলা হয় কাকে?

উত্তরঃ ওজোন স্তর।

  1. ভারতের জাতীয় পরিবেশ গবেষণা কেন্দ্র কোন শহরে অবস্থিত?

উত্তরঃ নাগপুর।

  1. ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোন শহরে অবস্থিত?

উত্তরঃ দেরাদুন।

  1. বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন রশ্মির প্রভাব থেকে আমাদের রক্ষা করে?

উত্তরঃ অতিবেগুনি রশ্মি।

  1. ভারত সরকার কত সালে পরিবেশ বিভাগ প্রতিষ্ঠা করেছিল?

উত্তর: 1980 সালে

  1. সাধারণ জ্ঞান কাকে বলা হয়?

উত্তর: যেকোনো বিষয়ে যথাযথভাবে জ্ঞান অর্জন করে জ্ঞানের ভান্ডার বৃদ্ধি হলে তাকে সাধারণ জ্ঞান বলে।

  1. সাধারণ জ্ঞানে কী আসে?

উত্তর: সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে বিশ্ব, ভারত, ইতিহাস, ভূগোল, রাজনীতি, বিজ্ঞান, অর্থনীতি, শিল্প, সাহিত্য, খেলাধুলা, বিনোদন, ফ্যাশন, পরিবেশ, ধর্ম ইত্যাদি।

  1. সাধারণ জ্ঞানের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন?

উত্তর: আপনি বই, সংবাদপত্র, রেডিও, টিভি, ইন্টারনেট ইত্যাদি থেকে সাধারণ জ্ঞানের জন্য প্রস্তুতি নিতে পারেন।

  1. কিভাবে আপনার জ্ঞান বাড়াবেন?

উত্তর : অধিক অধ্যায়ন ও অভিজ্ঞতা দ্বারা জ্ঞান বাড়ানো যায়।

  1. সাধারণ জ্ঞানকে ইংরেজিতে কী বলা হয়?

উত্তরঃ সাধারণ জ্ঞানকে ইংরেজিতে General Knowledge এবং সংক্ষেপে GK বলে।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।