31st July 2023 Current Affairs in Bengali Quiz | 31st জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 31st July 2023 Current Affairs in Bengali Quiz | 31st জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 31st July 2023 Current Affairs in Bengali Quiz | 31st জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

31st July 2023 Current Affairs in Bengali Quiz | 31st জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন সন্দীপ চক্রবর্তী?

উত্তর:- ইন্দোনেশিয়া

2. সম্প্রতি কোন দেশে UPI পেমেন্ট সিস্টেম লঞ্চ করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত?

উত্তর:- শ্রীলঙ্কা

3. সম্প্রতি “Most Valuable Company” -র তকমা পেল কোন কোম্পানি?

উত্তর:- Reliance.

4. 2023 FIFA Women’s World Cup -এর টিভি ব্রডকাস্ট রাইট পেল কোন টিভি চ্যানেল?

উত্তর:- DD Sports

5. সম্প্রতি কোন রাজ্য সরকার “Sashakt Mahila Rin Yojana” লঞ্চ করলো?

উত্তর:- হিমাচল প্রদেশ।

6. সম্প্রতি কোথায় শ্রী রামের ১০৮ ফুট লম্বা স্ট্যাচুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ?

উত্তর:- অন্ধ্রপ্রদেশ

7. দেশে চালের মূল্য বৃদ্ধি স্থির রাখতে বাসমতি ছাড়া সমস্ত চাল রপ্তানি নিষিদ্ধ করলো কোন দেশ?

উত্তর:- ভারত

8. সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনা লঞ্চ করলো?

উত্তর:- উত্তর প্রদেশ

9. সম্প্রতি কোন রাজ্য সরকার “মিশন শক্তি স্কুটার যোজনা” লঞ্চ করলো?

উত্তর:- ওড়িশা

10. সম্প্রতি কোন রেসিং কার ড্রাইভার “Hungarian Grand Prix 2023” জিতলেন?

উত্তর:- Max Verstappen.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।