Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 30th July 2023 Current Affairs in Bengali Quiz | 30th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 30th July 2023 Current Affairs in Bengali Quiz | 30th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
30th July 2023 Current Affairs in Bengali Quiz | 30th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস (International Day of Friendship) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 30th জুলাই
2. সম্প্রতি ভারতের কোন টেনিস খেলোয়াড় “Tampere Open” টাইটেল জিতলেন?
উত্তর:- সুমিত নাগাল
3. সম্প্রতি লোগো পরিবর্তন করলো কোন সোশ্যাল মিডিয়া কোম্পানী?
উত্তর:- Twitter.
4. সম্প্রতি লাদাখের প্রথম মহিলা পুলিশ স্টেশন চালু করা হলো কোথায় স্থানে?
উত্তর:- কার্গিল
5. সম্প্রতি কোন অ্যাপ ইনকাম ট্যাক্স পেমেন্ট করার ফিচার যুক্ত করেছে?
উত্তর:- PhonePe.
6. কোন রাজ্য সরকার ম্যালেরিয়া এবং ডেঙ্গু মোকাবেলায় গাম্বুসিয়া মাছ (Gambusia fish) ব্যবহার করতে চলছে?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ
7. বিমান বাহিনী দিবসের প্যারেড ও ফ্লাইপাস্ট কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর:- প্রয়াগরাজ
8. সম্প্রতি “Lumpy Skin Disease Positive State” হিসাবে ঘোষিত হলো কোন রাজ্য?
উত্তর:- নাগাল্যান্ড
9. প্রথম মহিলা হিসেবে রাজ্যসভায় সভাপতিত্ব করা এস ফাঙনন কোনিয়াক কোন রাজ্যের বাসিন্দা?
উত্তর:- নাগাল্যান্ড
10. সম্প্রতি লিঙ্গ পরিবর্তন এবং রূপান্তরকামী বিবাহ নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ?
উত্তর:- রাশিয়া।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।