Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 28th July 2023 Current Affairs in Bengali Quiz | 28th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th July 2023 Current Affairs in Bengali Quiz | 28th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
28th July 2023 Current Affairs in Bengali Quiz | 28th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. “বিশ্ব হেপাটাইটিস দিবস” (World Hepatitis Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 28th জুলাই।
2. তৃতীয় G20 ওয়ার্কিং গ্রুপের বৈঠক ভারতের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর:- চেন্নাই
3. সম্প্রতি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- দেবেন্দ্র কুমার উপাধ্যায়
4. ISSF জুনিয়র শ্যুটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের 50 মিটার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে?
উত্তর:- কমলজিৎ (Kamaljit).
5. ‘Heli Summit 2023’ এবং RCS Udaan-5.2 উদ্বোধন করা হলো কোন রাজ্যে?
উত্তর:- মধ্যপ্রদেশ
6. অষ্টম ভারত-অস্ট্রেলিয়া প্রতিরক্ষা নীতি আলোচনা কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তর:- অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা
7. টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে সাত উইকেট নেন কে?
উত্তর:- মালয়েশিয়ার ফাস্ট বোলার Sayajrul Ejat Idras.
8. অন্ধ্র প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- বিচারপতি ধীরাজ সিং ঠাকুর
9. ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 কোন দেশে আয়োজিত হলো?
উত্তর:- দক্ষিণ কোরিয়া
10. সম্প্রতি Railway Protection Force(RPF) -এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?
উত্তর:- মনোজ যাদব।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।