24th July 2023 Current Affairs in Bengali Quiz | 24th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 24th July 2023 Current Affairs in Bengali Quiz | 24th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th July 2023 Current Affairs in Bengali Quiz | 24th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

24th July 2023 Current Affairs in Bengali Quiz | 24th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন কোম্পানি ভারতে প্রথম হেল্থ ইন্সুরেন্স প্ল্যাটফর্ম লঞ্চ করলো?

উত্তর:- PhonePe.

2. সম্প্রতি কোন দেশ হিন্দি ভাষা প্রমোশনের জন্য জাতি সংঘে ১ মিলিয়ন ডলার দান করলো?

উত্তর:- ভারত

3. সম্প্রতি Railway Protection Force (RPF) -এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?

উত্তর:- মনোজ যাদব

4. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা “69th Filmfare Awards 2024” হোস্ট করবে কোন রাজ্য?

উত্তর:- গুজরাট

5. সম্প্রতি কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম অফিস ভবন নির্মিত হচ্ছে?

উত্তর:- গুজরাট

6. সম্প্রতি কোন দেশ থেকে ভারত 105টি প্রাচীন নিদর্শন হস্তান্তর করলো?

উত্তর:- আমেরিকা

7. SBI ক্যাপিটাল মার্কেটস লিমিটেডের প্রধান হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

উত্তর:- রাজ কুমার সিনহা

8. ৫০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা দশম ক্রিকেটার কে হলেন?

উত্তর:- বিরাট কোহলি

9. Life Insurance Corporation (LIC)-র ম্যানেজিং ডিরেক্টর পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

উত্তর:- শত পাল ভানু

10. সম্প্রতি কোন কোম্পানি ইন্ডিয়ান আর্মিকে গাড়ি সরবরাহ করতে ৮০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো?

উত্তর:- Ashok Leyland.

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।