Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি 25th July 2023 Current Affairs in Bengali Quiz | 25th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th July 2023 Current Affairs in Bengali Quiz | 25th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
25th July 2023 Current Affairs in Bengali Quiz | 25th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. ভারতে প্রতি বছর কোন তারিখে ‘আয়কর দিবস’ (‘Income Tax Day’) পালিত হয়?
উত্তর:- 24 th জুলাই
2. সম্প্রতি কোন রাজ্যে সরকার ‘মিশন শক্তি স্কুটার স্কিম’ অনুমোদিত হয়েছে?
উত্তর:- ওড়িশা
3. ”Semicon India 2023” ভারতের কোন রাজ্যে আয়োজিত হবে?
উত্তর:- গুজরাট
4. Asian Games 2023 -এ ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ কে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- ভিভিএস লক্ষ্মণ
5. কোন ভারতীয় শহর ‘Festival of Libraries 2023’ হোস্ট করতে চলছে?
উত্তর:- নয়াদিল্লি
6. সম্প্রতি কোন রাজ্যে ন্যূনতম গ্যারান্টিড ইনকাম বিল, 2023 স্বাক্ষর করেছে?
উত্তর:- রাজস্থান
7. কোন ভারতীয় জুটি কোরিয়া ওপেনে পুরুষদের বিভাগে স্বর্ণপদক জিতেছে?
উত্তর:- সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ শেঠি
8. মার্কিন নৌবাহিনীর প্রথম মহিলা প্রধান হিসেবে কাকে মনোনীত করা হয়েছে?
উত্তর:- লিসা ফ্রেসেটি (Lisa Francetti).
9. ভারতে দীর্ঘতম সময় ধরে মুখ্যমন্ত্রী থাকা দ্বিতীয় ব্যক্তি কে হয়েছেন?
উত্তর:- ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (তিনি ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী পদে আছেন)
10. ভারত কোন দেশের কাছে কর্ভেট ‘INS Kirpan’ হস্তান্তর করেছে?
উত্তর:- ভিয়েতনাম।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।